জম্মু-কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত
অনলাইন ডেস্ক : জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনী সদস্যদের বহনকারী গাড়ি সড়ক থেকে ছিটকে গভীর খাদে পড়েছে। আজ বৃহস্পতিবার জম্মু-কাশ্মীরের দোদায় এ দুর্ঘটনা ঘটে। এতে ১০ ভারতীয় সেনা নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১০ সেনা।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে বলা হয়, সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, ভারতীয় সেনাদের বহনকারী একটি বুলেটপ্রুফ গাড়ি বাদেরাও-চাম্বার দিকে অপারেশনে যাচ্ছিল। পথে দুর্ঘটনার শিকার হয় গাড়িটি।
জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা এক্স-এ দেওয়া পোস্টে লেখেন, ‘দোদার দুভার্গ্যজনক দুর্ঘটনায় নিহত ১০ ভারতীয় সেনার আকস্মিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমরা সব সময় আমাদের সেনাদের অসাধারণ সেবা ও সর্বোচ্চ ত্যাগের কথা স্মরণে রাখব। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
তিনি আরও লেখেন, ‘এই দুঃখের সময় পুরো নিহতদের পরিবারের প্রতি সংহতি ও সহায়তার ব্যাপারে ঐক্যবদ্ধ। আহত ১০ সেনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।’
ভারতীয় সেনার পক্ষ থেকেও এক্স-এ দেওয়া এক পোস্টে এ দুর্ঘটনার তথ্য জানানো হয়েছে।









