জনসভায় দর্শক হতে বিশ্ববিদ্যালয়ের আইনে বাধা নেই: শাবিপ্রবি উপ-উপাচার্য
শাবিপ্রবি প্রতিনিধি : রাজনৈতিক জনসভায় দর্শক বা শ্রোতা হওয়া যাবে না—এমন আইন কিংবা বিধিনিষেধ বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ নেই বলে জানিয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম।
আজ বৃহস্পতিবার সিলেটে আলিয়া মাদ্রাসা মাঠে বিএনপির নির্বাচনী জনসভায় অংশ নেন শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী, উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম এবং রেজিস্ট্রার সৈয়দ ছলিম মোহাম্মদ আব্দুল কাদির।
এরপর জনসভায় দর্শক সারিতে বসে আছেন—এমন কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা তাদের সমালোচনা করেন।
বিশ্ববিদ্যালয় আইন ঘেঁটে দেখা যায়, শাবিপ্রবি আইন ১৯৮৭-এ উল্লেখ আছে, বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষক বা কর্মকর্তা রাজনৈতিক মতামত প্রচার করতে পারবেন না, নিজেকে কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে জড়িত করতে পারবেন না। তবে রাজনৈতিক বা অন্যকোনো জনসভায় দর্শক কিংবা শ্রোতা হতে পারবেন না—এমন কোনো বিধিনিষেধ বিশ্ববিদ্যালয়ের আইনে উল্লেখ নেই।
এ বিষয়ে শাবিপ্রবির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সাজেদুল করিম বলেন, ‘আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনে কেন, কোনো আইনেই একজনের দর্শক হওয়ার বা শ্রোতা হওয়ায় কোনো (আইনি) বাধা নেই। আমরা সেখানে আমন্ত্রিত ছিলাম। নির্ধারিত আসলে না বসে আমরা দর্শক শ্রোতার সারিতে বসতে চেয়েছি। আমরা তো মঞ্চে গিয়ে কোনো বক্তৃতা দিয়ে কারও পক্ষে বিপক্ষে অবস্থান নেইনি।’
বেড়া ডিঙিয়ে পার হওয়ার বিষয়ে তিনি বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থার জন্য সেখানে চারিদিকে বাঁশ দিয়ে বেড়া দেওয়া ছিল। তারা সেখানে আমাদের সম্মান দেখিয়ে দুই পাশে দুটা চেয়ার দিয়ে আমাদেরকে ভিতরে যাওয়ার এবং সোফায় বসার সুযোগ করে দিয়েছে। এটা তো এমন না যে, আমরা বাঁশ ধরে লটকে পার হয়েছি।’









