দাম কমল স্বর্ণের
অনলাইন ডেস্ক : কয়েক দফা বাড়ার পর এবার কমেছে স্বর্ণের দাম। প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ১৫০ টাকা কমে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ২ লাখ ৪৯ হাজার ৩১৮ টাকা।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। নতুন এই দাম আগামীকাল শুক্রবার থেকে কার্যকর হবে।
বাজুস জানিয়েছে, তেজাবি স্বর্ণের দাম (পিওর গোল্ড) কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে।
নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৩৮ হাজার ৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ ২ লাখ ৪ হাজার ৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ ১ লাখ ৬৭ হাজার ৪৩৭ টাকা দরে বিক্রি হবে।
স্বর্ণের দামের সঙ্গে রুপার দামও কমানো হয়েছে। দাম কমিয়ে ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।









