শুক্রবার, ২৩শে জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে যাবে না বাংলাদেশ

news-image

ক্রীড়া প্রতিবেদক : টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলায় অংশ নিতে ভারতে যাবে না বাংলাদেশ। আজ বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলের সঙ্গে বৈঠকের পর বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল এই তথ্য জানান।

ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল সাংবাদিকদের জানান, সরকারের সিদ্ধান্ত স্পষ্ট- বাংলাদেশ দল ভারতে বিশ্বকাপ খেলবে না।

অনেকেই ভেবেছিলো, বিসিবি ও সরকারের অবস্থান বোধহয় পরিবর্তন হচ্ছে। তবে জাগো নিউজের আজকের সকালের প্রতিবেদনেই জানানো হয়েছিল ক্রিকেটারদের সঙ্গে মিটিংয়ে কী বলতে পারেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল। বিকেলে ক্রিকেটারদের সঙ্গে আলাপকালে সেটাই জানিয়েছেন তিনি।

মিটিং শেষে সংবাদমাধ্যমে তিনি বলেছেন, বাংলাদেশের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো সুযোগ নেই। অর্থাৎ এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলা হচ্ছে না লিটন-তাসকিনদের।

সংবাদ সম্মেলনে আসিফ নজরুল বলেন, ‘আইসিসি আসল ঘটনা বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। এমনকি ভারত সরকারের পক্ষ থেকে যে আমাদের বোঝানোর চেষ্টা করা…যে ঘটনাটা ঘটেছে মোস্তাফিজের ক্ষেত্রে, আমরা এটার জন্য সরি, আমরা ব্যবস্থা নিচ্ছি, তোমাদের দর্শক, সাংবাদিক, খেলোয়াড়দের জন্য কোনো রকম যোগাযোগের চেষ্টা করে নাই। ফলে আমাদের সিদ্ধান্ত পরিবর্তন হওয়ার কোনো রকম সুযোগ নাই।’

ক্রিকেটারদের সঙ্গে আলাপ নিয়ে আসিফ নজরুল বলেন, ‘আমি প্রথমেই বলেছি ক্রিকেটারদের সাথে আমার যা কথা হবে সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার। তাদের কারো কথা আমি সাংবাদিকদের বলব না। তারা নিজেরা বলতে চাইলে বলবে। আমার কোনো কথা তাদেরকে কী বলেছি সেটাও বলব না। শুধু এইটুক বলব কারণ এটা একটা প্রিভিলেজড কমিউনিকেশন। আমি যদি বলি যে ক্রিকেটাররা কি কি বলেছে সব আপনাদের বলব, তাহলে তো ওরা মন খুলে কথা বলতে পারবে না। আমাদের এই সাক্ষাতের উদ্দেশ্যটা ছিল আমরা সরকার কেন এই সিদ্ধান্তটা নিয়েছে সেটা তাদের ব্যাখ্যা করে বুঝিয়ে বলা, কনটেক্সটটা বলা। আমার কাছে মনে হয়েছে যে তারা এটা বুঝতে পেরেছে। এটাই পারপাস ছিল আর কিছুই না। আর তারা কী বলেছে সেটা বলার অধিকার আমার নাই।’

এ জাতীয় আরও খবর

জম্মু-কাশ্মীরে ১০ ভারতীয় সেনা নিহত

১১ ফেব্রুয়ারি সাধারণ ছুটির প্রস্তাব অনুমোদন

১ ফেব্রুয়ারি থেকে সব টেক্সটাইল মিল বন্ধ ঘোষণা

টানা ৪ দিন ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

বিজয়ী হলে জীবন দিয়ে হলেও প্রতিশ্রুতি বাস্তবায়ন করবো : মামুনুল হক

জনসভায় দর্শক হতে বিশ্ববিদ্যালয়ের আইনে বাধা নেই: শাবিপ্রবি উপ-উপাচার্য

শেখ মুজিবের কবর জিয়ারত করে বিএনপির বিদ্রোহী প্রার্থীর প্রচারণা শুরু

ভারতে না খেলার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ

ট্রাকই হচ্ছে নৌকা ও ধানের শীষের প্রতিনিধি: নুর

মায়েদের ইজ্জতে টান দিলে বরদাশত করব না: জামায়াত আমির

‘আগে যেমন নিশিরাতে ভোট হয়েছে, এখন নতুন ষড়যন্ত্র শুরু হয়েছে’

প্রতিটি ভোটকেন্দ্রে অস্ত্রধারী আইনশৃঙ্খলা বাহিনীর ৫ জন সদস্য থাকবে