নবীনগরে এমপি হওয়ার খায়েসে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী হলেন
নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নবীনগরে এমপি হওয়ার খায়েসে ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী হয়েছেন। অবশেষে সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এর পদ থেকে পদত্যাগ করলেন নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান মুফতি আমজাদ হোসেন আশ্রাফী।গত আওয়ামী লীগ সরকারের আমলে ইউপি নির্বাচনে তিনি স্বতন্ত্র থেকে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
আর বর্তমানে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ নবীনগর সংসদীয় আসনে এমপি প্রার্থী হতে তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর এই পদত্যাগ পত্র জমা দেন। এবং তিনি আট দলীয় জোট বাংলাদেশ খেলাফত মজলিশ থেকে এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমাদেন। এজন্যই চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিশাল বহর নিয়ে সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দিয়েছেন মুফতি আমজাদ হোসেন আশ্রাফী।
এ সময় মুফতি আমজাদ হোসেন আশ্রাফী বলেন গতানুগতিক রাজনীতির বাইরে এসে নবীনগরের উন্নয়ন এবং সন্ত্রাস মুক্ত নবীনগর গড়তেই আমি ইউপি চেয়ারম্যান থেকে পদত্যাগ করে এমপি প্রার্থী হয়েছি।সকলে ঐক্যবদ্ধ হয়ে আমাকে বিজয়ী করুন। আমি অতীতেও ছিলাম ভবিষ্যতেও আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ।









