বিএনপির বহিস্কৃত নেতা সাবেক সংসদ সদস্য সারোয়ার কারাগারে
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের সাবেক সংসদ সদস্য শাহ্ শহীদ সারোয়ারের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক এই সদস্য ২০২৪ সালের আওয়ামী লীগ সরকারের নির্বাচনে ঈগল প্রতীকে অংশ নিয়ে দল থেকে বহিষ্কার হন।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতের বিচারক মো. সিফাত উল্লাহ এ আদেশ দেন।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলি বর্ষণের অভিযোগে দায়ের হওয়া একটি মামলায় সাবেক এই এমপি আদালতে আত্মসমর্পণ করেন। কিন্তু আসামির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকায় সংশ্লিষ্ট বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
খবরের সত্যতা নিশ্চিত করেছেন ময়মনসিংহ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের পুলিশ পরিদর্শক (ওসি) পীরজাদা শেখ মো. মোস্তাসিনুর রহমান। তিনি বলেন, ‘আদালতে আত্মসমর্পণের পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।’
এর আগে চলতি বছরের ১৫ এপ্রিল ময়মনসিংহের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ নম্বর আমলি আদালতে এ মামলাটি দায়ের করেন মো. আমীর হোসেন নামে এক ব্যক্তি। তিনি শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার বাগিচাপুর দেবপুর গ্রামের বাসিন্দা।
এরপর চলতি বছরের ২৩ জুন আদালতের নির্দেশে ফুলপুর থানা পুলিশ মামলাটি এফআরআইভুক্ত করেন। এ ঘটনার পর থেকে মামলার আসামিরা পলাতক ছিলেন।
মামলার এজাহারে বাদী আমীর হোসেন দাবি করেন, ‘ঘটনার দিন ফুলপুর পৌর এলাকায় শাহ শহীদ সারোয়ারের নেতৃত্বে মামলার আসামিরা বিস্ফোরণ দ্রব্যাদি এবং আগ্নেয়াস্ত্রে সুসজ্জিত হয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলা করে ককটেল ও গুলি বর্ষণ করে। এতে আমি মাথায় গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হই।’
শাহ্ শহীদ সারোয়ার ময়মনসিংহ-২ আসনে ২০০১ সালের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী প্রয়াত এম. শামছুল হককে পরাজিত করে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। তৎকালীন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ফুলপুর উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ছিলেন। তিনি ২০০৮ সালের সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন।
পরবর্তীতে ২০১৮ সালের সংসদ নির্বাচনেও বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন। গত ২০২৪ সালে আওয়ামীলীগ সরকারের ডামি নির্বাচনে দলের সিদ্ধান্ত অমান্য করে ঈগল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী হলে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে।











