বাবার মরদেহ আটকে রাখা হলো ৩৬ ঘণ্টা
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি : উত্তরাধিকারীদের মধ্যে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে চট্টগ্রামের হাটহাজারীতে এক ব্যক্তির মরদেহ দাফনের আগে প্রায় ৩৬ ঘণ্টা আটকে রাখা হয়। রোববার (২১ ডিসেম্বর) পৌরসভার ৬নং ওয়ার্ডফটিকা গ্রামে এ ঘটনা ঘটে।
প্রয়াত ব্যক্তির নাম মো. সেকান্দর মিয়া (৭০)। তিনি জীবদ্দশায় দুই বিয়ে করেছিলেন। তবে প্রথম স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর করেন দ্বিতীয় বিয়ে। প্রথম ঘরে ছিল পাঁচ সন্তান এবং দ্বিতীয় ঘরে ছিল তিন সন্তান। মৃত্যুর আগে দ্বিতীয় ঘরের সন্তানদের তিনি তার সম্পত্তির ভাগ দিলেও প্রথম ঘরের সন্তানদের সম্পত্তি থেকে বঞ্চিত করার প্রতিবাদে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
সেকান্দর মিয়া জীবদ্দশায় জাহাজের সারাং ছিলেন। তার গ্রামের বাড়ি উপজেলার মেখল ইউনিয়নের বাদামতল হলে বহু বছর যাবৎ তিনি পৌরসভর ৬নং ওয়ার্ড ফটিকা গ্রামের উপজেলার সাবেক চেয়ারম্যান মাহাবুবুল আলম বাড়ির অদূরে তার নিজস্ব ভবনে (নকশু ভিলা) বসবাস করে আসছেন।
এর আগে শনিবার (২০ ডিসেম্বর) ভোর ৫টার দিকে সেকান্দর মিয়ার মৃত্যু হয়। বাবার মৃত্যুর খবর পেয়ে তার প্রথম স্ত্রীর সন্তানরা উত্তরাধিকারী সূত্রে তার বাবার সম্পত্তির ভাগ নিতে পৌরসভার ফটিকা গ্রামের নকশু ভিলায় ভিড় করে এবং বাবার মরদেহ দাফনে বাধা দেয় বলে জানা গেছে।
সেকান্দর মিয়ার প্রথম ঘরের বড় মেয়ে আয়শা আক্তার ক্ষোভ প্রকাশ করে গণমাধ্যমকর্মীদের বলেন, ‘আমরা প্রথম ঘরের সন্তান। আমাদের সম্পত্তির ভাগ বুঝিয়ে না দেওয়া পর্যন্ত বাবার মরদেহ দাফন করতে দিব না।’
সম্পত্তির জন্য বাবার মরদেহ দাফনে বাধা দেওয়ার মতো এমন ঘটনাটি অল্প সময়ের মধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে এবং ভাইরাল হলে বেশ আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।
এরমধ্যে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিনের নজরে আসলে তিনি এ ব্যাপারে হস্তক্ষেপ করেন এবং থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন। পরবর্তীতে ইউএনও ও থানা পুলিশের হস্তক্ষেপে প্রথম ঘরের সন্তানরা সম্পত্তির ভাগ পাবে এমন আশ্বাসে তাদের ঘোষণা থেকে সরে আসে।
পরবর্তীতে প্রায় ৩৬ ঘণ্টা পর রোববার মাগরিবের নামাজের পর ওই বৃদ্ধের দাফন সম্পন্ন করা হয় বলে নিশ্চিত করেন মডেল থানার উপ-পরিদর্শক মো. জালাল উদ্দিন।











