সোমবার, ২২শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৭ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার হান্নানের জামিন

news-image

আদালত প্রতিবেদক : ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যা মামলায় প্রধান আসামি ফয়সালকে পালিয়ে যেতে সহায়তাকারী সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমের ফের দ্বিতীয় ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। হত্যায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক সন্দেহে গ্রেপ্তার মো. আব্দুল হান্নানকে জামিন মঞ্জুর করেছেন আদালত।

‎পুনরায় সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি শেষে রোববার ঢাকার অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. সেফাতুল্লাহ ফের রিমান্ডের আদেশ দেন।

‎‎হান্নানের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেছেন। মোহাম্মদপুর থেকে তাকে আটকের পর গত ১৪ ডিসেম্বর সন্দেভাজন হিসেবে ৫৪ ধারায় আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে। রিমান্ড শেষে গত ১৭ ডিসেম্বর তাকে কারাগারে পাঠানো হয়।

‎‎এ ছাড়া সিবিউন দিউ ও সঞ্জয় চিসিমকে গত ১৫ ডিসেম্বর সন্ধ্যায় তাদের আটকের কথা জানায় বিজিবি। পরে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে গত ১৮ ডিসেম্বর তাদের আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে রোববার সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের মতিঝিল আঞ্চলিক টিমের পরিদর্শক ফয়সাল আহমেদ।

‎‎রিমান্ড আবেদনে বলা হয়, সীমান্তে পারাপারকারী চক্রের হোতা জনৈক ফিলিপ নামক এক ব্যক্তি প্রাথমিকভাবে জানা যাচ্ছে। সিবিউন ও সঞ্জয় সেই ব্যক্তি ফিলিপের নেতৃত্বে কার্য পরিচালনা করে মর্মে জানা যায়। ফিলিপের অবস্থান শনাক্তকরণ, গ্রেপ্তারের ব্যবস্থা গ্রহণের জন্য তাদের পুনরায় ব্যপকভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।ফিলিপ ব্যতীত সহায়তাকালে অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তাদেরকে পুনরায় জিজ্ঞাসাবাদের মাধ্যমে চক্র সনাক্তকরণ প্রয়োজন। এছাড়া ফিলিপের সাথে কিলিং মিশনের কে বা কারা যোগাযোগ করেছে তা জানার জন্য পুনরায় জিজ্ঞাসাবাদ প্রয়োজন।

‎‎রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে যুক্তি তুলে ধরেন। তবে আসামিদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।

‎‎শুনানি শেষে আদালত তাদের পাঁচ দিনের রিমান্ডের আদেশ দেয়।

‎‎এ মামলার গ্রেপ্তার অপর আসামিরা হলেন ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির ও মা মোসা. হাসি বেগম, স্ত্রী সাহেদা পারভীন সামিয়া, বান্ধবী মারিয়া আক্তার লিমা ও শ্যালক ওয়াহিদ আহমেদ সিপু, রেন্ট-এ কার ব্যবসায়ী মো. মুফতি নুরুজ্জামান নোমানী ওরফে উজ্জ্বল, ফয়সালের সহযোগী মো. কবির। তাদের মধ্যে হুমায়ুন ও হাসি দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। রিমান্ড শেষে নুরুজ্জামানকে কারাগারে পাঠানো হয়েছে। অপর আসামিরা রিমান্ডে রয়েছে।

‎‎হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় পরিবারের সম্মতি নিয়ে গত ১৪ ডিসেম্বর রাতে পল্টন থানায় হত্যাচেষ্টা মামলাটি করেছেন ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের।

‎‎জুলাই অভ্যুত্থান এবং আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনের মধ্য দিয়ে পরিচিতি পাওয়া হাদি ত্রয়োদশ সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছিলেন। গত ১২ ডিসেম্বর চলন্ত রিকশায় থাকা হাদিকে গুলি করেন চলন্ত মোটরসাইকেলের পেছনে বসে থাকা আততায়ী। গুলিটি লাগে হাদির মাথায়।

‎গুরুতর আহত হাদিকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে অস্ত্রোপচার করার পর রাতেই তাকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তার অবস্থা ‘অত্যন্ত আশঙ্কাজনক’ বলে চিকিৎসকরা জানায়। এরপর গত ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে করে হাদিকে সিঙ্গাপুরে নিয়ে যাওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে গত ১৮ ডিসেম্বর মারা যান হাদি।