বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ত্রুটি ধরা পড়তেই থেমে গেল উদ্বোধনের তোড়জোড়

news-image

গোলাম সাত্তার রনি
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহুল প্রতীক্ষিত তৃতীয় টার্মিনাল উদ্বোধনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। কিন্তু এ সময়ই ধরা পড়েছে একটি বড়সড় নকশাগত ত্রুটি। টার্মিনালের ভেতরে নেই কোনো মোবাইল নেটওয়ার্ক কাভারেজ। জরুরি ভিত্তিতে সিলিং ভেঙে নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে হবে, যা শুধু সময়ই নেবে না, বরং কোটি টাকার ক্ষতির ঝুঁকিও তৈরি করেছে। ফলে টার্মিনালের উদ্বোধন পিছিয়ে যাওয়াই এখন নিশ্চিত।

প্রায় সবকিছু ঠিকঠাক। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধনের আলোচনাও তুঙ্গে। কেউ বলছেন চলতি মাসেই, আবার কারও ধারণা জাতীয় নির্বাচনের পর চালু হবে টার্মিনাল। কিন্তু এর মধ্যেই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নজরে আসে একটি গুরুতর বিষয়- এ গুরুত্বপূর্ণ টার্মিনালের ভেতরে নেই মোবাইল নেটওয়ার্ক। জরুরি ভিত্তিতে টার্মিনালের নান্দনিক সিলিং খুলে নেটওয়ার্ক সংযোগ স্থাপন করতে হবে। গত মাসের ৯ তারিখে এ নিয়ে বেবিচক বোর্ডের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে টার্মিনালের অভ্যন্তরে নেটওয়ার্ক অবকাঠামো স্থাপনের সিদ্ধান্ত হয়েছে। সিলিংয়ের ভেতর ক্যাবল নিতে হবে, যা আগে পরিকল্পনায় না থাকায় এখন খেসারত দিতে হচ্ছে বেবিচককে। এতে কোটি টাকার গচ্ছা যাওয়ার আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বেবিচক সূত্র জানায়, মূল নকশায় (ডিজাইন) মোবাইল নেটওয়ার্ক স্থাপনের বিষয়টি অন্তর্ভুক্ত না থাকায় এখন সিলিং খুলে নতুন করে নেটওয়ার্ক অবকাঠামো স্থাপন করতে হবে। এ পরিস্থিতি বিবেচনায় বেবিচক বোর্ড নতুন সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি অনুষ্ঠিত ৩০৯তম বোর্ড সভায় সভাপতি ও সদস্যরা জানান, টার্মিনাল নির্মাণের ৯৯টি ধাপ শেষ হলেও টার্মিনালের অভ্যন্তরে নির্ভরযোগ্য মোবাইল নেটওয়ার্ক সুবিধা স্থাপন শুরু করা যায়নি। নকশাগত ত্রুটির কারণে এখন জরুরি ভিত্তিতে সংশোধন এনে সিলিংয়ের ভেতরে নতুন অবকাঠামো স্থাপন জরুরি হয়ে পড়েছে।

সভায় সদস্য (পরিকল্পনা ও পরিদর্শন) বলেন, মূল নকশায় মোবাইল নেটওয়ার্কের ‘ইন-বিল্ডিং সলিউশন’ অন্তর্ভুক্ত ছিল না। ফলে টার্মিনাল চালুর জন্য প্রয়োজনীয় নেটওয়ার্ক কাভারেজ নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে। যাত্রীসেবা উন্নয়ন, নিরাপত্তা ব্যবস্থাপনা এবং অপারেশনের স্বার্থে দ্রুত মোবাইল নেটওয়ার্ক স্থাপন জরুরি। এ কারণে বিটিআরসি, মোবাইল অপারেটর, টাওয়ার কোম্পানি এবং ইন্টিগ্রেটর প্রতিষ্ঠানগুলোর সঙ্গে একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মোবাইল অপারেটরগুলোকে চিঠিও পাঠানো হয়।

তবে গ্রামীণফোন, রবি ও বাংলালিংক শুধু জায়গা ভাড়া দিতে রাজি হলেও কোনো রাজস্ব শেয়ার বা সমন্বিত প্রস্তাব দেয়নি। একমাত্র কার্যকর প্রস্তাব দিয়েছে টেলিটক। সংস্থাটি জানিয়েছে, তারা সেখানে মোবাইল নেটওয়ার্ক স্থাপন করে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবে। অন্য অপারেটরদেরও যুক্ত করবে এবং প্রাপ্ত আয়ের একটি অংশ নিয়মিত বেবিচককে প্রদান করবে। বৈঠকে জানানো হয়, প্রাথমিকভাবে ৫ বছরের জন্য চুক্তি করা হবে। নবায়নের ক্ষেত্রে বার্ষিক ভাড়া ২.৫ শতাংশ হারে বৃদ্ধি পাবে।

উক্ত বৈঠকে উপস্থিত ছিলেনÑ বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মোস্তফা মাহমুদ সিদ্দিক, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. হুমায়রা সুলতানা, বেবিচক সদস্য (প্রশাসন) এসএম লাবলুর রহমান, এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান, এয়ার কমোডর আসিফ ইকবাল, এয়ার কমোডর মোহাম্মদ সহিদুল ইসলাম, এয়ার কমোডর নূর-ই-আলম, এয়ার কমোডর মো. মুকিত-উল-আলম মিঞা, মোহাম্মদ নাজমুল হক, প্রধান প্রকৌশলী জাকারিয়া হোসেন প্রমুখ।

নাম প্রকাশ না করার শর্তে বেবিচকের এক কর্মকর্তা বলেন, থার্ড টার্মিনালটি এত সুন্দরভাবে করা হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরকেও হার মানাবে। কিন্তু বেশ কয়েকটি স্থানে ভুল আছে। এত বড় টার্মিনালে মোবাইল নেটওয়ার্ক না থাকাটা বড় ত্রুটি। ক্যাবলগুলো সিলিংয়ের ভেতর দিয়ে নিতে হবে, ফলে ভাঙা ছাড়া বিকল্প নেই। তবুও চেষ্টা করছি সিলিং না ভেঙে সংযোগ স্থাপন করা যায় কি না। আর সিলিং ভাঙলে আমাদের অন্তত কোটি টাকা গচ্চা যাবে।

তিনি আরও বলেন, ভুলের খেসারত দিতে হচ্ছে আমাদের। টার্মিনালে আরও কিছু ত্রুটি আছে, সেগুলোও আমরা পর্যবেক্ষণ করছি। চলতি মাসে উদ্বোধন না হলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের পর হবে।

বেবিচক সূত্র জানায়, যাত্রীদের জন্য টার্মিনালটি খুলে দেওয়ার আগেই নির্মাণকাজ ঘিরে অনিয়ম, দুর্নীতি ও পরিকল্পনার ত্রুটির অভিযোগ উঠেছে। নির্মাণকাজ প্রায় সম্পন্ন হওয়ার পরও এটি চালুতে বিলম্বের বড় কারণ অভ্যন্তরীণ সাজসজ্জা ও নান্দনিক নকশায় ত্রুটি। সিলিং বা ছাদের অভ্যন্তরীণ সজ্জাতেও অনিয়মের অভিযোগ রয়েছে। নকশায় মোবাইল নেটওয়ার্ক সলিউশন না থাকায় এখন সিলিং খুলে নতুন অবকাঠামো বসাতে হচ্ছে।

২০১৭ সালের ২৪ অক্টোবর একনেক শাহজালাল বিমানবন্দর সম্প্রসারণ প্রকল্প অনুমোদন দেয়। টার্মিনাল নির্মাণে ব্যয় ধরা হয়েছিল ২০ হাজার ৩৯৮ কোটি ৫৯ লাখ টাকা। অর্থায়ন করে জাইকা। নকশা করেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন-সিপিজি করপোরেশন প্রাইভেট লিমিটেডের আন্তর্জাতিক মানের স্থপতি। নির্মাণ করছে জাপানের সিমুজি ও কোরিয়ার স্যামসাংয়ের যৌথ উদ্যোগ এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম (এডিসি)।

বেবিচকের এক কর্মকর্তা বলেন, নতুন সিদ্ধান্তের ফলে এখন ডিজাইন সংশোধন করে সিলিংয়ের ভেতর প্রয়োজনীয় অবকাঠামো স্থাপন কাজ শুরু হবে। টার্মিনালের ৯৯ শতাংশ কাজ শেষ হলেও মোবাইল নেটওয়ার্ক স্থাপনের বিলম্ব বিশ্বমানের বিমানবন্দর পরিচালনায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। টেলিটকের সঙ্গে চুক্তির সিদ্ধান্তে নেটওয়ার্ক স্থাপনের জটিলতা কাটবে এবং দ্রুত যাত্রীসেবায় নতুন সুবিধা যুক্ত হবে বলে বেবিচক আশা করছে।

 

এ জাতীয় আরও খবর

রেকর্ড দামে বিক্রি এক রাজকীয় ডিম!

বাংলার সৌন্দর্য হাইল হাওরে লাল শাপলার রাজ্য

১০ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ

বিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে

জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: প্রধান উপদেষ্টা

এভারকেয়ারের কাছে নামবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের নামে মামলা

প্রাথমিকের শিক্ষকদের কাজে ফেরার নির্দেশ, অন্যথায় আইনি ব্যবস্থা

স্কুলে ভর্তির সময় শিক্ষার্থীদের বয়স নির্ধারণে নতুন নির্দেশনা