অন্তর্বর্তী সরকারের অধীনে দেশ সঠিক পথে এগোচ্ছে
অনলাইন ডেস্ক : বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিবেশ, গণতান্ত্রিক পরিস্থিতি ও অন্তর্বর্তী সরকারের কর্মদক্ষতা নিয়ে একটি চিত্র উঠে এসেছে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের (আইআরআই) সর্বশেষ জনমত জরিপে। সংস্থাটি বলছে, দেশের মানুষ এখন আগের যে কোনো সময়ের তুলনায় বেশি আশাবাদী এবং অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড নিয়ে অধিকাংশ নাগরিক ইতিবাচক মনোভাব পোষণ করছেন। গণতান্ত্রিক স্থিতিশীলতা, আইনশৃঙ্খলার উন্নতি, জনজীবনে স্বস্তি এবং রাজনৈতিক দলগুলোর প্রতি নতুন করে আস্থা- সব মিলিয়ে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে বলে মনে করছেন উল্লেখযোগ্য সংখ্যক মানুষ। ওয়াশিংটনভিত্তিক প্রতিষ্ঠানটি তাদের ওয়েবসাইটে জরিপ প্রতিবেদনটি প্রকাশ করেছে।
এই জরিপের শিরোনাম ‘ন্যাশনাল সার্ভে অব বাংলাদেশ’। ২০২৪ সালের সেপ্টেম্বর ও অক্টোবর মাসে দেশজুড়ে সাক্ষাৎকারের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হয়। আইআরআইয়ের পক্ষে কাজ করেছে ‘সেন্টার ফর ইনসাইটস ইন সার্ভে রিসার্চ’। উল্লেখযোগ্য বিষয় হলো, আইআরআইয়ের আগের জরিপগুলোতেও রাজনৈতিক পরিবর্তনের পূর্বাভাস ও জনমতের প্রবণতা স্পষ্টভাবে উঠে এসেছে। যেমন ২০১৮ সালের জরিপে দেখা গিয়েছিল, তৎকালীন আওয়ামী লীগ সরকারের ওপর ৬৪ শতাংশ মানুষ সন্তুষ্ট ছিল এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আস্থা ছিল ৬৬ শতাংশ মানুষের। ২০২৩ সালের জরিপে অর্ধেক মানুষ গণতন্ত্রের অবস্থা ‘ভালো’ বলে মন্তব্য করেছিলেন। ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত অন্তর্বর্তীকালীন সরকার এক বছর পূর্ণ করায় এ বছর নতুন প্রতিবেদন প্রকাশ করল আইআরআই।
জরিপটি গত ১৩ সেপ্টেম্বর থেকে ১২ অক্টোবর পর্যন্ত মোট ৬৩টি জেলায় (রাঙামাটি ছাড়া) পরিচালিত হয়। ৪ হাজার ৯৮৫ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তির সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তাদের মধ্যে পুরুষ ২ হাজার ৪১০ জন এবং নারী ২ হাজার ৫৭৫ জন।
গণতান্ত্রিক পরিস্থিতি নিয়ে মতামত সংগ্রহে দেখা গেছে, ২৯ শতাংশ মানুষ বর্তমান পরিস্থিতিকে ‘খুবই ভালো’ মনে করছেন এবং ৪৩ শতাংশ বলছেন ‘মোটামুটি ভালো’। সব মিলিয়ে ৭২ শতাংশ মানুষ গণতান্ত্রিক পরিস্থিতিকে ইতিবাচক হিসেবে দেখছেন। মাত্র ৭ শতাংশ মনে করেন পরিস্থিতি ‘খুবই খারাপ’। আর দেশের সামগ্রিক অগ্রযাত্রা সম্পর্কে জানতে চাইলে ৫৩ শতাংশ মানুষ বলেছেন দেশ সঠিক পথে এগোচ্ছে, যেখানে ৪২ শতাংশ মনে করেন দেশ ভুল পথে এগোচ্ছে।
অন্তর্বর্তী সরকার সম্পর্কে জনগণের মূল্যায়নও ইতিবাচক। ২৬ শতাংশ মনে করেন সরকার ‘খুবই ভালো’ করছে এবং ৪৪ শতাংশ মনে করেন ‘মোটামুটি ভালো’। সব মিলিয়ে সন্তুষ্টির হার ৭০ শতাংশ। পুরুষদের মধ্যে সন্তুষ্টি ৭২ শতাংশ এবং নারীদের মধ্যে ৬৯ শতাংশ। আবার ১৫ শতাংশ মনে করেন সরকার ‘মোটামুটি খারাপ’ করছে এবং ১১ শতাংশ মনে করেন সরকার ‘খুবই খারাপ’।
অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে ড. মুহাম্মদ ইউনূসের প্রতি জনগণের আস্থা বেশি। ২৬ শতাংশ মানুষ মনে করেন তিনি ‘খুবই ভালো’ করছেন এবং ৪৩ শতাংশ মনে করেন তিনি ‘মোটামুটি ভালো’ করছেন। সব মিলিয়ে তাঁর প্রতি আস্থা ৬৯ শতাংশের। পুরুষদের ৭০ শতাংশ এবং নারীদের ৬৮ শতাংশ মনে করেন তিনি ভালো করছেন। অন্যদিকে ১৭ শতাংশ মনে করছেন তিনি ‘মোটামুটি খারাপ’ করছেন এবং ৯ শতাংশের মতে তাঁর কর্মকাণ্ড ‘বেশ খারাপ’।
রাজনৈতিক দলগুলোর গ্রহণযোগ্যতা-সংক্রান্ত প্রশ্নে চিত্র ভিন্ন। জামায়াতে ইসলামীকে পছন্দ করেন ৫৩ শতাংশ মানুষ, যা তালিকার শীর্ষে। বিএনপিকে পছন্দ করেন ৫১ শতাংশ। জুলাইয়ের গণ-অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া তরুণদের নতুন দল এনসিপির কার্যক্রম পছন্দ করেছেন ৩৮ শতাংশ। ইসলামী আন্দোলন বাংলাদেশকে পছন্দ করেন ৩৩ শতাংশ। নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের কার্যক্রম পছন্দ করেন ২৫ শতাংশ মানুষ।
যদি আগামী সপ্তাহে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়Ñ এমন প্রশ্নে ৩০ শতাংশ বলেছেন তাঁরা বিএনপিকে ভোট দেবেন। জামায়াতকে ভোট দেবে ২৬ শতাংশ। এর পর এনসিপি ৬ শতাংশ,
জাতীয় পার্টি ৫ শতাংশ এবং ইসলামী আন্দোলন ৪ শতাংশ। জরিপে অংশ নেওয়া ৭ শতাংশ বলছেন তাঁরা এখনও নিশ্চিত নন কাকে ভোট দেবেন, আর ১১ শতাংশ জানিয়েছেন তাঁরা উল্লিখিত দলগুলোকে ভোট দেবেন না। আগামী নির্বাচনে ভোট দেবেন কি নাÑ এ প্রশ্নে ৬৬ শতাংশ বলেছেন তাঁরা ভোট দিতে আগ্রহী; ২৩ শতাংশ ‘সম্ভাবনা আছে’ বলেছেন; ৭ শতাংশ বলেছেন সম্ভাবনা কম; ২ শতাংশ ভোট দেবেন না এবং আরও ২ শতাংশ এ বিষয়ে মতামত দেননি। পুরুষদের ৭১ শতাংশ এবং নারীদের ৬১ শতাংশ ভোট দেওয়ার কথা জানিয়েছেন।
অর্থনৈতিক অবস্থা, আইনশৃঙ্খলা ও কর্মসংস্থান-সংক্রান্ত প্রশ্নে নাগরিকদের মিশ্র মতামত পাওয়া গেছে। ২০ শতাংশ মনে করেন অর্থনৈতিক অবস্থা ভালো; ১৭ শতাংশ আইনশৃঙ্খলার উন্নতিকে ইতিবাচকভাবে দেখছেন; ৮ শতাংশ খাদ্যনিরাপত্তা বৃদ্ধি পেয়েছে বলে মনে করেন; ৮ শতাংশের মতে উন্নয়নগত অগ্রগতি দৃশ্যমান; ৬ শতাংশ কর্মসংস্থান বেড়েছে বলেও জানান।
অন্যদিকে ২২ শতাংশ মানুষ মনে করেন দ্রব্যমূল্য এখনও বেশি; ১৮ শতাংশের মতে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ হচ্ছে; ৮ শতাংশ গণতন্ত্রের ঘাটতি বোধ করছেন এবং আরও ৬ শতাংশ মনে করছেন কর্মসংস্থানের সুযোগ কম ও দুর্নীতি বাড়ছেÑ যা দেশের অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করতে পারে। ২০২৩ সালের জরিপে দেখা গিয়েছিল, ৫৩ শতাংশ মানুষ মনে করেন দেশ ভুল পথে যাচ্ছে এবং এর প্রধান কারণ হিসেবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি উল্লেখ করেছিলেন ৫০ শতাংশ।
বাংলাদেশের জন্য এককভাবে সবচেয়ে বড় সমস্যা কী- এ প্রশ্নে ২১ শতাংশ মানুষ দুর্নীতিকে প্রধান সমস্যা বলেছেন। ১৮ শতাংশের মতে, রাজনৈতিক অস্থিতিশীলতা সবচেয়ে বড় সমস্যা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, অপরাধ এবং সন্ত্রাসবাদকে ১২ শতাংশ মানুষ সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যা মনে করেন; ৮ শতাংশ মনে করেন বেকারত্ব; ৭ শতাংশের মতে, নির্বাচনী ব্যবস্থা ও রাজনৈতিক দলগুলোর সংস্কার জরুরি; ৬ শতাংশ মনে করেন মাদকই প্রধান সমস্যা।
দেশ নিয়ে নাগরিকদের আশাবাদ সম্পর্কেও জরিপে ইতিবাচক প্রবণতা দেখা গেছে। ৪২ শতাংশ বলেছেন তাঁরা ‘খুবই আশাবাদী’; ৩৮ শতাংশ ‘মোটামুটি আশাবাদী’; ১১ শতাংশ মনে করছেন তাঁদের আশা ‘খুবই ক্ষীণ’; আর ৬ শতাংশ বলেছেন তাঁরা ‘একটুও আশাবাদী নন’।











