১৯ দেশের অভিবাসন আবেদন স্থগিত করল ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ট্রাম্প প্রশাসন ইউরোপের বাইরে ১৯ দেশের নাগরিকদের সব অভিবাসন আবেদন স্থগিত করেছে। আফগানিস্তান, সোমালিয়া, ইরান, লিবিয়া ও ইয়েমেনসহ এই দেশগুলোর নাগরিকরা গ্রিন কার্ড বা নাগরিকত্ব পাবেন না।
সরকারি স্মারকে বলা হয়েছে, সম্প্রতি ন্যাশনাল গার্ডের ওপর হামলার ঘটনায় এক আফগান নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। তাই বিচারাধীন সব আবেদন পুনঃপর্যালোচনা করা হবে, প্রয়োজনে সাক্ষাৎকারও নেওয়া হতে পারে।
এ পর্যন্ত ট্রাম্প প্রশাসন মূলত অবৈধ অভিবাসীর ওপর জোর দিয়েছিল, এবার বৈধ অভিবাসন ক্ষেত্রেও কঠোর বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিয়েছে।











