বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

তারেক রহমানের ফেরা নিয়ে প্রস্তুত সরকার

news-image

পাবেন বিশেষ নিরাপত্তা

কূটনৈতিক প্রতিবেদক : স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তার নিরাপত্তা নিশ্চিতে যে কোনো ধরনের ব্যবস্থা নিতে প্রস্তুত সরকার। তিনি বলেন, দেশের যে কোনো ব্যক্তির নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। বিশেষ নিরাপত্তার প্রয়োজন হলে তা দিতেও প্রস্তুত সংশ্লিষ্ট সংস্থা। তবে তারেক রহমানের দেশে ফেরার বিষয়ে কোর কমিটিতে কোনো আলোচনা হয়নি এবং বর্তমানে দেশে কারও নিরাপত্তা নিয়ে শঙ্কার কারণ নেই। গতকাল মঙ্গলবার বিকাল ৩টায় সচিবালয়ে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা জানান।

এর আগে সোমবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানিয়েছিলেন, খুব শিগগিরই তারেক রহমান দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন। তবে এ বিষয়ে সরকার কোনো আনুষ্ঠানিক তথ্য পায়নি বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে তিনি বলেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমান এখনও ট্রাভেল পাসের জন্য আবেদন করেননি। আবেদন করলেই প্রয়োজনীয় কাগজপত্র দ্রুত সরবরাহ করবে সরকার। তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তারেক রহমানের দেশে ফেরা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে, তবে পরিবার বা বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কিছু জানানো হয়নি।

এদিকে গুরুতর অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে সরকার ভিভিআইপি ঘোষণা করায় তার নিরাপত্তা নিশ্চিত করতে এভারকেয়ার হাসপাতালে এসএসএফ সদস্যরা দায়িত্ব পালন শুরু করেছে। এসএসএফ অধ্যাদেশ অনুযায়ী রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ প্রজ্ঞাপনের মাধ্যমে ঘোষিত ভিভিআইপি ব্যক্তিদের শারীরিক নিরাপত্তা প্রদান করে এই বাহিনী। এ কারণে খালেদা জিয়াকে ভিভিআইপি ঘোষণার পর এসএসএফ সুবিধা পাওয়া নিশ্চিত হয়েছে। এখন প্রশ্ন উঠেছে, তারেক রহমান দেশে ফিরলে তিনিও কি এই সুবিধা পাবেন।

এ বিষয়ে বিএনপি চেয়ারপারসনের নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলে এলাহী আকবর জানিয়েছেন, তারেক রহমানের নিরাপত্তাব্যবস্থা বিবেচনায় এসএসএফ সুবিধা দেওয়ার বিষয়ে সরকারকে প্রস্তাব দেওয়ার পরিকল্পনা রয়েছে তাদের। দলের আরেক নেতা মনে করেন, ভিভিআইপি হিসেবে খালেদা জিয়ার জন্য থাকা নিরাপত্তা তার পরিবারের সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হওয়া উচিত।

সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে রাষ্ট্র যে কাউকে ভিভিআইপি ঘোষণা করতে পারে। বর্তমানে খালেদা জিয়ার জন্য প্রজ্ঞাপন জারির পর তার নিরাপত্তায় সংশ্লিষ্ট সংস্থাগুলো কাজ শুরু করেছে। ফলে তারেক রহমানের দেশে ফেরা ও নিরাপত্তা ব্যবস্থাপনা এখন জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

রেকর্ড দামে বিক্রি এক রাজকীয় ডিম!

ত্রুটি ধরা পড়তেই থেমে গেল উদ্বোধনের তোড়জোড়

বাংলার সৌন্দর্য হাইল হাওরে লাল শাপলার রাজ্য

১০ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ

বিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে

জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: প্রধান উপদেষ্টা

এভারকেয়ারের কাছে নামবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের নামে মামলা

প্রাথমিকের শিক্ষকদের কাজে ফেরার নির্দেশ, অন্যথায় আইনি ব্যবস্থা