বুধবার, ৩রা ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

আতলেতিকোকে হারিয়ে শীর্ষস্থান আরও মজবুত করল বার্সা

news-image

স্পোর্টস ডেস্ক : আতলেতিকো মাদ্রিদের সাত ম্যাচের টানা জয়ের ধারায় বিরতি টেনে বার্সেলোনা ৩-১ গোলের দারুণ জয়ে মাঠ ছাড়ে। রাফিনিয়া, দানি ওলমো ও ফেরান তোরেসের গোল বার্সাকে এনে দেয় গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এবং আগস্টের পর আতলেতিকোর প্রথম লিগ পরাজয়। এতে ৩৭ পয়েন্ট নিয়ে শিরোপাধারীদের শীর্ষস্থান আরও সুদৃঢ় হলো। রিয়াল মাদ্রিদ চার পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে।

পরিবর্তিত কাম্প ন্যুতে পুনর্নির্মাণ কাজের পর এটি ছিল প্রথম বড় ম্যাচ। যদিও আসনসংখ্যা কমে মাত্র ৪৫,৪০১ হওয়ায় মাঠের পরিবেশ খানিকটা ম্লান ছিল।

ম্যাচের শুরুতে ১৯তম মিনিটে কাউন্টার অ্যাটাকে আলেক্স বাইয়েনা আতলেতিকোকে এগিয়ে নেন। বার্সার উঁচু ডিফেন্স লাইন ভেদ করে নাহুয়েল মোলিনার নিখুঁত লং পাস ধরে বাইয়েনা গারসিয়াকে পরাস্ত করেন।

তারপরই ২৬ মিনিটে পেদ্রির স্বাভাবিক ভেদ করা থ্রু-বল থেকে রাফিনিয়া গোল করে সমতায় ফেরান বার্সেলোনাকে। ব্রাজিলিয়ান উইঙ্গার দারুণভাবে অফসাইড ট্র্যাপ ভেঙে গোলরক্ষক ওবলাককে কাটিয়ে জালে পাঠান বল।

৩৭ মিনিটে পেনাল্টি পেলেও রবার্ট লেভানদভস্কি তা উড়িয়ে মারেন। এরপর লামিন ইয়ামালের ক্রস থেকে লেভানদভস্কির হেড ওবলাক এক হাত দিয়ে রুখে দেন।

প্রথমার্ধের শেষ দিকে উত্তেজনা চরমে ওঠে। এক দ্রুত পাল্টা আক্রমণে আতলেতিকোর জুলিয়ানো সিমিওনেকে বিপজ্জনক ট্যাকল করে বার্সার মার্টিন হলুদ কার্ড দেখেন, যদিও অ্যাটলেটিকো লাল কার্ড দাবি করেছিল।

দ্বিতীয়ার্ধ কিছুটা নিস্তেজ ছিল। রাফিনিয়া ও সিমিওনে দু’দলের জন্যই সহজ সুযোগ নষ্ট করেন। শেষ পর্যন্ত ৬৫ মিনিটে দানি ওলমো ডি-বক্সে পড়া ঢিলে বল পেয়ে নিচু শটে বার্সাকে এগিয়ে দেন। যদিও গোল করতে গিয়ে কাঁধে চোট পেয়ে তিনি মাঠ ছাড়েন যন্ত্রণায় কাতর হয়ে।

৭৯ মিনিটে বদলি হিসেবে নামা থিয়াগো আলমাদা দারুণ এক একক দৌড়ে বার্সার ডিফেন্স ও গোলরক্ষককে কাটিয়ে ফেলার পরও শট পোস্টের বাইরে পাঠিয়ে বিরল সুযোগ হাতছাড়া করেন।

অতিরিক্ত সময়ের ৯৫তম মিনিটে আলেহান্দ্রো বালদের নিচু ক্রস থেকে ফেরান তোরেস গোল করে নিশ্চিত করেন বার্সেলোনার ৩-১ ব্যবধানের জয়।

এই জয়ে ৩১ পয়েন্ট নিয়ে আতলেতিকো চতুর্থ স্থানে রইল, আর বার্সার শীর্ষস্থান আরও দৃঢ় হলো।

 

এ জাতীয় আরও খবর

রেকর্ড দামে বিক্রি এক রাজকীয় ডিম!

ত্রুটি ধরা পড়তেই থেমে গেল উদ্বোধনের তোড়জোড়

বাংলার সৌন্দর্য হাইল হাওরে লাল শাপলার রাজ্য

১০ সেনা কর্মকর্তার ভার্চুয়ালি শুনানির আবেদন খারিজ

বিপিএলের সূচি প্রকাশ, উদ্বোধনী ম্যাচ সিলেটে

জাতি আগামী নির্বাচন নিয়ে গর্ব করবে: প্রধান উপদেষ্টা

এভারকেয়ারের কাছে নামবে হেলিকপ্টার, বিভ্রান্ত না হওয়ার পরামর্শ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিঃশর্ত ক্ষমা চাইলেন ফজলুর রহমান

ত্রয়োদশ সংসদ নির্বাচনের কার্যক্রম স্থগিত চেয়ে রিট

রাজাকার-আলবদরদের জন্য আওয়ামী লীগই ঠিক ছিল: মির্জা আব্বাস

দুদকের সাবেক কমিশনার জহুরুলসহ ৬ জনের নামে মামলা

প্রাথমিকের শিক্ষকদের কাজে ফেরার নির্দেশ, অন্যথায় আইনি ব্যবস্থা