জুলাই যোদ্ধাদের স্বস্তি উচ্ছ্বাস
নিজস্ব প্রতিবেদক : ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পর স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরা। তাঁরা দ্রুত এই রায় বাস্তবায়নের দাবি জানিয়েছেন।
গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মানবতার অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার পর রংপুরের পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের জাফরপাড়া বাবনপুর গ্রামে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের পরিবার ও প্রতিবেশীরা স্বস্তি প্রকাশ করেন। আবু সাঈদের পরিবার, আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা সকাল থেকেই টেলিভিশনের সামনে বসেছিলেন রায় ঘোষণার অপেক্ষায়।
মৃত্যুদণ্ডের রায় ঘোষণার খবর গ্রামে ছড়িয়ে পড়ার পর অনেকে হাত তুলে আল্লাহর শুকরিয়া আদায় করেন, কেউ কান্নায় ভেঙে পড়েন। অনেকে ছুটে যান আবু সাঈদের কবরে। সেখানে দাঁড়িয়ে তাঁরা আবু সাঈদের রুহের মাগফিরাত কামনা করেন
এবং রায় দ্রুত কার্যকর করার জন্য প্রার্থনা করেন।
আবু সাঈদের বাবা মকবুল হোসেন প্রতিক্রিয়া জানাতে গিয়ে প্রথমেই হাত তুলে প্রার্থনা করে বলেনÑ ‘হে আল্লাহ, তুমি মহান। তুমি আমাদের ন্যায়বিচার পাইয়ে দিয়েছো।’ তিনি বলেন, ‘রায়ে আমি সন্তুষ্ট। আরও বেশি খুশি হব, যদি রায় দ্রুত কার্যকর হয়। জীবদ্দশায় এই রায় কার্যকর দেখতে চাই। আমার ছেলে খুবই মেধাবী ছিল। বেঁচে থাকলে আমাদের মুখে আজ আরও অনেক হাসি থাকত। খুনি হাসিনার নির্দেশেই আমার সন্তানকে গুলি করে হত্যা করা হয়েছে।’
আবু সাঈদের মা মনোয়ারা বেগম কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন। চোখ মুছতে মুছতে বলেনÑ ‘খুনি হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আদালত। আল্লাহর কাছে দোয়া করি, রায় যেন তাড়াতাড়ি কার্যকর হয়। এ বিষয়ে সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে।’
আবু সাঈদের বড় ভাই আবু হোসেন বলেন, ‘রায় হয়েছে ঠিকই, কিন্তু কার্যকর না হওয়া পর্যন্ত স্বস্তি পাচ্ছি না। তবু আদালত ন্যায়বিচার প্রতিষ্ঠা করেছে এটাই আমাদের সান্ত্বনা।’
রায়ের প্রতিক্রিয়ায় যাত্রাবাড়ীতে নিহত মিরাজের বাবা আব্দুর রব বলেছেনÑ ‘ছেলেটা যেমন লম্বা ছিল, দেখতেও সুন্দর ছিল। আমার সেই নায়কের মতো ছেলেটাকে খুন করেছে। আমি ওদের ফাঁসি চাই।’ তিনি বলেন, ‘কেবল রায় ঘোষণা নয়, হাসিনাকে দ্রুত দেশে এনে সাজা কার্যকর করতে হবে। এটা আমাদের শহীদ পরিবারগুলোর দাবি।’
৫২ বছর বয়সী রব জানান, জুলাই আন্দোলের সময় যাত্রাবাড়ী থানার সামনে ফ্লাইওভারের নিচে গুলিতে মারা যান তাঁর ২৯ বছর বয়সী ছেলে মিরাজ। শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজ থেকে অনার্স শেষ করে মাস্টার্সে ভর্তি হয়েছিলেন মিরাজ, তবে সেই লেখাপড়া আর শেষ হয়নি। ডেমরার ডগাইড়ে পরিবারের সঙ্গে থাকতেন মিরাজ। তিনি ছিলেন তিন ভাইবোনের মধ্যে মেজ।
শেখ হাসিনাকে ভারত থেকে এনে রায় কার্যকর হওয়া দেখতে চান আন্দোলনে ভুক্তভোগী পরিবারের সদস্যরা। রায় ঘোষণার পর জুলাই অভ্যুত্থানের সময় নিহত মীর মাহফুজুর রহমান মুগ্ধের যমজ ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেন, ‘শেখ হাসিনার সকল অন্যায়-অত্যাচারের যে বিচার, সেই বিচারের রায় বাংলাদেশের জনগণ এরই মধ্যে দিয়ে দিয়েছে। শেখ হাসিনা যেই অন্যায় করেছে, তার জন্য তাঁকে একবার না হাজারবারও যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, শেখ হাসিনা যেই অন্যায়-অত্যাচার করেছে, তার জন্য কম হয়ে যাবে।’ তাঁকে দেশে এনে ‘দ্রুত’ তা কার্যকরও দেখতে চান বলে তাঁর প্রত্যাশার কথা তুলে ধরেন তিনি।
স্নিগ্ধের মতো আরও কয়েকটি স্বজন হারানো পরিবারের সদস্যরা এদিন রায় শুনতে ট্রাইব্যুনালে আসেন। এর আগে আদালত চত্বরে তাঁরা সংবাদমাধ্যমের কাছে রায় নিয়ে নিজেদের প্রত্যাশার কথা তুলে ধরেন
অভ্যুত্থানে নিহত সৈয়দ মুনতাসির রহমানের বাবা সৈয়দ গাজীউর রহমান বলেন, ‘অপরাধ সে (হাসিনা) করেছে, যেভাবে প্রকাশ্যে খুন করেছে, প্রকাশ্যে তাঁর ফাঁসি হওয়া উচিতÑ আমি মনে করি।’ তিনি নিজ চোখে পুলিশকে গুলি করতে দেখেছেন দাবি করে বলেন, এ‘খন যদি বলেন তাঁর (ওই পুলিশ) নাম বলেন, আমি বলতে পারব না। এভাবে তো বিচার হবে না। গণহত্যায় বিচার যেভাবে হয়, সেভাবে হওয়া উচিত। কারণ, আমার ছেলে তো এই পৃথিবী থেকে কিছু নিতে পারেনি, সব সবাইকে দিয়ে গেছে। কিন্তু আজকে আমরা কী পাচ্ছি? আজকে দেড় বছর এই বিচারের নামে কী হচ্ছে? আমরা আশা করি আজকের এই বিচারে সঠিক রায়টা হবে এবং দ্রুত এই রায়টা কার্যকর হবে।’
আরেক ভুক্তভোগী হাফিজুল শিকদারের বাবা আবু বকর সিদ্দিক বলেন, ‘রায় হওয়ার পর ওনাকে (হাসিনা) ভারত থেকে যেন নিয়ে আসা হয়। নিয়ে আইসা যেন বাংলার মাটিতে ওকে ফাঁসি দেওয়া হয়। এই ফাঁসি আমরা শহীদ পরিবার দেখলে আমরা খুশি হব, কারণ আমাদের ছেলে, এই যে ছেলে এই ছেলে হারানোর ব্যথা আমি ছাড়া আর কেউ বুঝবে না।’











