বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

এক জীবন্ত কিংবদন্তি: শত টেস্টে মুশফিক

news-image

সেই চেনা শিশুসুলভ হাসি, মুষ্টিবদ্ধ দুই হাতে খেপাটে উদযাপন, দিনের পর দিন ঘাম ঝরানো অনুশীলন; বাংলাদেশ ক্রিকেটে মুশফিকুর রহিম মানেই নিখুঁত শৃঙ্খলা, অবিশ্রান্ত পরিশ্রম এবং এক অদম্য দৃঢ়তা। আন্তর্জাতিক ক্রিকেটে দুই দশক পেরিয়ে তিনি দাঁড়িয়ে আছেন এমন এক মুহূর্তের সামনে, যেটি তার আগে কোনো বাংলাদেশি ছুঁতে পারেননি।

আজ বুধবার (১৯ নভেম্বর) মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামলেই দেশের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের ক্লাবের গর্বিত সদস্য হবেন তিনি। মাত্র ২৫ বছরের টেস্ট ইতিহাসে এত দীর্ঘ পথ টিকে থাকা, আর সেই টিকে থাকার প্রতিটি দিনে দলকে কিছু না কিছু দিয়ে যাওয়াই তার প্রকৃত অর্জন।

আর এই ৯৯ টেস্ট শেষে ব্যাট হাতে ৬৩৫১ রান, সর্বোচ্চ ২১৯ অপরাজিত, ১২টি সেঞ্চুরি ও ২৭টি হাফ সেঞ্চুরি; সংখ্যাগুলোই বলে দেয় তিনি কতটা স্থায়ী প্রভাব রেখে এসেছেন বাংলাদেশ ক্রিকেটে।

২০০৫ সালে মাত্র ১৬ বছর বয়সে লর্ডসে অভিষেক ছিল যেমন সাহসী সিদ্ধান্ত, তেমনি ছিল সময়কে হার মানানো এক প্রতিভার আগমনী ঘোষণা। সেই সিরিজ ছিল আগুনে পরীক্ষা। ইংল্যান্ডের বিপক্ষে ব্যর্থতার স্বাদ পেলেও হাল ছাড়ার মানুষ তিনি নন। তারপরেই ২০০৭ বিশ্বকাপে ভারতের বিপক্ষে অর্ধশতকে আলো ছড়ান, যা তাকে দ্রুতই জাতীয় দলে নিয়মিত জায়গা পাকা করতে সাহায্য করে।

এরপর শুরু হয় বাংলাদেশ দলের দায়িত্ব কাঁধে তুলে নেয়ার সময়। সিনিয়র ক্রিকেটারদের বিদ্রোহী লিগে যোগ দেয়ায় যখন দলে তারুণ্যের ঝাঁপটা প্রয়োজন ছিল, তখন মুশফিক এগিয়ে এসেছিলেন সামনে থেকে। ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার আগুনে গতির বিপক্ষে ডেল স্টেইনকে টানা দুই ছক্কায় চমকে দিয়েছিলেন তিনি। তামিম ইকবালের চোখে যা আজও তার অন্যতম সেরা ইনিংস।

কোচ জেমি সিডন্সের হাত ধরে গড়ে ওঠে তার আরও দৃঢ় ব্যাটিং। পেস ও বাউন্স সামলানো, ব্যাকলিফট ঠিক করা; সবই তিনি শিখেছেন নিজের অক্লান্ত পরিশ্রমে। সেই পরিশ্রমের ফল আসে নেতৃত্বে। মাত্র ২৪ বছর বয়সে টেস্ট অধিনায়কত্ব পাওয়া এবং সেই দায়িত্বের মাঝেও বাংলাদেশের প্রথম টেস্ট ডাবল সেঞ্চুরির কীর্তি গড়ে ফেলা। এ যেন তার চরিত্রেরই প্রতিচ্ছবি। ২০১৩ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে তার ২০০+ রান শুধু ব্যক্তিগত মাইলফলকই নয়, বাংলাদেশের ব্যাটিং ইতিহাসে এক মোড় ঘোরানো অধ্যায়। এরপর বিদেশের মাঠে ওয়েলিংটন ও হায়দরাবাদে সেঞ্চুরি, ২০১৬-১৭ সালের সেই সময়টিই হয়ে ওঠে মুশফিকের ব্যাটিং সোনালি পর্ব।

২০১৯ সালে উইকেটকিপিং ছেড়ে শুধুই ব্যাটিংয়ে মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত বদলে দেয় তার ক্যারিয়ারের দ্বিতীয় অধ্যায়। চাপ কমে যায়, ব্যাটিং আরও হয়ে ওঠে পরিণত। অর্ধশতককে শতকে রূপান্তরের হার বেড়ে যায়, ব্যাটিং গড় উঠে আসে ৪৫-এর ঘরে। কুমার সাঙ্গাকারার উদাহরণ সামনে রেখে হাবিবুল বাশারের উপদেশে তিনি বুঝেছিলেন; দীর্ঘ পথ চলতে গেলে নিজেকে বদলাতেই হবে। সেই বদলে যাওয়া তাকে এনে দেয় আরও দৃঢ়তা, আরও ধারাবাহিকতা।

মুশফিকের সতীর্থদের চোখে তিনি কেবল দক্ষ ক্রিকেটার নন; তিনি এক জীবনধারা। খাদ্যাভ্যাস থেকে ঘুম, অনুশীলন থেকে মানসিক প্রস্তুতি; সবকিছুতেই তিনি শৃঙ্খলার প্রতিমূর্তি। মুমিনুল হকের ভাষায়, ‘দীর্ঘদিন খেলতে চাইলে মুশফিক ভাইয়ের জীবনযাপন অনুসরণ করতেই হবে।’

দুই দশকে বাংলাদেশ ক্রিকেটের প্রতিটি সফল অধ্যায়ের কাছেই ছিলেন তিনি। সাকিব, তামিম, মাশরাফি, মাহমুদউল্লাহদের সঙ্গে গড়ে তুলেছিলেন বাংলাদেশ ক্রিকেটের স্বর্ণযুগের ভিত। আজ তারা কেউ অবসর, কেউ ভিন্ন ভূমিকায়, আর তিনি এখনও দলকে টেনে নিয়ে চলার নির্ভরতার জায়গায় অটল দাঁড়িয়ে।

টেস্ট থেকে গ্লাভস ছেড়ে দেওয়া, সীমিত ওভারের ক্রিকেট থেকে অবসর নেওয়া। এসবের পরেও তিনি থামেননি। বয়স, ব্যর্থতা, সমালোচনা; কোনো কিছুই তাকে পথভ্রষ্ট করতে পারেনি। বরং প্রতিটি প্রতিকূলতাকে পরিশ্রম দিয়ে পরিণত করেছেন শক্তিতে।

তাই তার শততম টেস্ট কেবল একটা সংখ্যা নয়। এটি এক দীর্ঘ পথযাত্রার জয়গান। দুই দশকের নিবেদন, ত্যাগ, শৃঙ্খলা আর অসীম ধৈর্যের প্রতীক। ক্রিকেট নামের ম্যারাথনে দৌড়াচ্ছেন তিনি শুরু থেকেই। কখনও ক্লান্ত, কখনও আহত; কিন্তু কখনও থামেননি।

আজ মিরপুরে যখন তিনি মাঠে নামবেন, সঙ্গে থাকবে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের দুই দশকের পথচলা। মুশফিকুর রহিম প্রমাণ করেছেন, দৈহিক গড়ন নয়, মনের শক্তিই একজন ক্রিকেটারকে অদম্য করে তোলে। তার শততম টেস্ট সেই অদম্যতারই আলোচ্ছটা, বাংলাদেশের ক্রিকেটের এক গর্বের মুহূর্ত।

এ জাতীয় আরও খবর

সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন ১২ কোটি ৭৭ লাখ

সৌদি বিনিয়োগের ভূয়সী প্রশংসা ট্রাম্পের, ইরানে মার্কিন হামলায় সহায়তার কথা স্বীকার

দিল্লি গেলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা

দুই বছরে ইসরায়েলি কারাগারে ৯৪ ফিলিস্তিনি নিহত

সোনার দাম কমলো, ভরি ২০৬৯০৮ টাকা

রাজধানীর আগারগাঁওয়ে পার্কিং করা গাড়িতে আগুন

হাসিনা-কামালকে ফেরাতে ভারতে চিঠি পাঠাচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত

শীতে ফুসফুসের প্রদাহ কমাতে আদা-চা

নিজের জন্য ভোট চাইলেন জেসিয়া ইসলাম

ঢাকা কেন্দ্রীয় কারাগারে আওয়ামী লীগ নেতার মৃত্যু

আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না : প্রধান উপদেষ্টা