বুধবার, ১৯শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

ভূমধ্যসাগরে অভিবাসীবাহী নৌকা ডুবে ৪ বাংলাদেশির মৃত্যু

news-image

আন্তর্জাতিক ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে চার বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ সময় নৌকায় ২৬ বাংলাদেশি ছিলেন বলে জানা যায়।

রোববার (১৬ নভেম্বর) সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে জানায়, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে এ দুর্ঘটনা ঘটে।

এ ছাড়া একই উপকূলে অর্ধশতাধিক সুদানিসহ পৃথক আরেকটি নৌকাডুবির ঘটনা ঘটেছে। এই ঘটনায় অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানা গেছে।

বৃটিশভিত্তিক এই সংবাদমাধ্যমটি বলছে, উত্তর-পশ্চিম লিবিয়ার আল-খোমস উপকূলে প্রায় ১০০ জনকে বহনকারী দুটি অভিবাসী নৌকাডুবির ঘটনায় কমপক্ষে ৪ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে লিবিয়ান রেড ক্রিসেন্ট।

লিবিয়ান রেড ক্রিসেন্ট জানায়, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে আল-খোমসের তীরের কাছে উল্টে যাওয়া দুটি নৌকার খবর তারা পায়। প্রথম নৌকাটিতে ছিলেন বাংলাদেশের ২৬ নাগরিক। তাদের মধ্যে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

অন্যদিকে দ্বিতীয় নৌকাটিতে মোট ৬৯ জন যাত্রী ছিলেন। এদের মধ্যে দুজন মিসরীয় এবং বাকি ৬৭ জন সুদানের নাগরিক। এছাড়া তাদের মধ্যে ৮ জন শিশুও ছিল বলে জানা গেছে।

রেড ক্রিসেন্ট আরও জানায়, দুর্ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে জীবিতদের উদ্ধার করে। এছাড়া মরদেহ উদ্ধারের পাশাপাশি সবাইকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার কাজও তারা করে।

জানা যায়, ওই নৌকাগুলি উত্তর আফ্রিকা এবং ইতালির মধ্যবর্তী মধ্য ভূমধ্যসাগরীয় এই সমুদ্রপথ ব্যবহার করছিল, যা জাতিসংঘের আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) অনুসারে বিশ্বের সবচেয়ে মারাত্মক অভিবাসন রুট হিসেবে চিহ্নিত।

প্রসঙ্গত, অবৈধভাবে ভূমধ্যসাগর দিয়ে ইউরোপ যাওয়ার জন্য বেশ পরিচিত এবং জনপ্রিয় রুট হচ্ছে লিবিয়া। ২০১১ সালে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর দেশটি ইউরোপগামী অভিবাসীদের ট্রানজিট রুটে পরিণত হয়। বর্তমানে সাড়ে ৮ লাখেরও বেশি অভিবাসী লিবিয়ায় অবস্থান করছেন।

আইওএমের তথ্য অনুসারে, ২০২৫ সালে এখন পর্যন্ত ভূমধ্যসাগরে ১ হাজার ৫০০ জনেরও বেশি মানুষ মারা গেছেন বা নিখোঁজ হয়েছেন। এই ঘটনার প্রায় এক তৃতীয়াংশ লিবিয়ার উপকূলে ঘটেছে।

ইউরোপীয় ইউনিয়নের সীমান্ত সুরক্ষা সংস্থা ফ্রন্টেক্সের মতে, এই বছর মধ্য ভূমধ্যসাগরীয় পথ দিয়ে ইউরোপে আসা প্রায় ৫৯ হাজার লোকের বেশিরভাগের জন্য উত্তর আফ্রিকার এই দেশটির উপকূল থেকেই এসেছিলেন।

 

এ জাতীয় আরও খবর