বুধবার, ২৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব সাগরে উত্তর কোরিয়ার নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা, আতঙ্কে প্রতিবেশী দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের দিকে একাধিক স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।

বুধবার সকালে এই উৎক্ষেপণ করা হয়। এদিকে এক সপ্তাহ পর দক্ষিণ কোরিয়ার শহর গিয়ংজুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলন। এ সম্মেলনে অংশ নেবেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং অন্যান্য বিশ্বনেতারা।

দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী বলেছে, ‘আমরা কয়েকটি বস্তুকে শনাক্ত করেছি, যা স্বল্পপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বলে ধারণা করা হচ্ছে; এগুলো পূর্ব সাগরের দিকে নিক্ষেপ করা হয়েছে।’

দক্ষিণ কোরিয়ার যৌথ প্রধানমন্ত্রীর কার্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, ‘আমাদের সেনাবাহিনী সম্ভাব্য অতিরিক্ত উৎক্ষেপণের আশঙ্কায় নজরদারি জোরদার করেছে এবং যুক্তরাষ্ট্র ও জাপানের সঙ্গে ঘনিষ্ঠভাবে তথ্য আদানপ্রদান করছে।’

ইয়নহাপের প্রতিবেদনে বলা হয়েছে, উত্তর কোরিয়া এর আগে ৮ মে ও ২২ মে তারিখে পূর্ব সাগরের দিকে স্বল্পপাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। ফলে এবারের উৎক্ষেপণটি দক্ষিণ কোরিয়ার নতুন প্রেসিডেন্ট লি জে মিয়ং-এর দায়িত্ব গ্রহণের পর প্রথম।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছিলেন, এপেক সম্মেলনের আগে বা চলাকালীন উত্তর কোরিয়া বিশ্বকে তাদের পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চাপ হিসেবে নতুন ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালাতে পারে।

এর আগে চলতি মাসের শুরুতে পিয়ংইয়ংয়ে এক বিশাল সামরিক কুচকাওয়াজে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন দেশটির সবচেয়ে শক্তিশালী দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হোয়াসং-২০ প্রদর্শন করেন। সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চীন, রাশিয়া ও অন্যান্য দেশের শীর্ষ নেতারা।

 

এ জাতীয় আরও খবর

দেশে কত দামে স্বর্ণ বিক্রি হচ্ছে আজ

ভোট সামনে রেখে ডিসি পদে আসছে নতুন মুখ

নিজেদের নীতিমালাই মানেনি বিমান

মেট্রোরেল নির্মাণে গুরুত্ব পায়নি ঝুঁকি-মূল্যায়ন

সহপাঠীদের গোপন ছবি তুলে সিনিয়র ভাইকে পাঠান বাকৃবি ছাত্রী

ট্রলারসহ আরও ৭ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

সিটি ইউনিভার্সিটির মামলায় ১০০০, ড্যাফোডিলের মামলায় ২৫০ আসামি

ইমাম-খতিবরা হচ্ছেন সমাজের জ্ঞানী-প্রজ্ঞাবান মানুষ: এ্যানী

নির্বাচন নাকি জুলাই সনদ কোনটি বেশি জরুরি, জানালেন তাহের

নিহতের পরিবারকে দুই কোটি টাকা ক্ষতিপূরণ দিতে রুল

ঐকমত্য কমিশন ‘নোট অব ডিসেন্ট’ বাদ দিয়েছে, এটা প্রতারণা: ফখরুল

যে কারণে ‎কাঠগড়ায় মেজাজ হারালেন কামরুল ইসলাম