রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

পাকিস্তানের ১৯ সেনা ও ৩৫ তালেবান নিহত

news-image

আন্তর্জাতিক ডেস্ক : আফগান সীমান্তে পাকিস্তান নিরাপত্তা বাহিনী ও তালেবানদের সঙ্গে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। পৃথক তিনটি অভিযানের সময় অনন্ত ১৯ জন পাকিস্তানি সেনা এবং ৩৫ জন তালেবান সদস্য নিহত হয়েছেন।

আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, সম্প্রতি আফগান সীমান্তের কাছে পাকিস্তানি তালেবান সশস্ত্র গোষ্ঠীর তিনটি আস্তানায় অভিযান চালায় সেনারা। তালেবানের ক্রমবর্ধমান আক্রমণের মধ্যে দেশটির বাজাউর এবং দক্ষিণ ওয়াজিরিস্তানে মারাত্মক অভিযানের সময় এ সংঘর্ষ হয়।

দেশটির সেনাবাহিনী জানিয়েছে, উত্তর-পশ্চিম খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি জেলা বাজাউরে ২২ জন তালেবান সদস্য নিহত হয়েছে। দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় পৃথক অভিযানে আরও ১৩ জন তালেবান সদস্য নিহত হন।

সেনাবাহিনীর বিবৃতিতে বলা হয়, দক্ষিণ ওয়াজিরিস্তানে ১২ জন সেনা বীরত্বের সঙ্গে লড়াই করে, চূড়ান্ত ত্যাগ স্বীকার করে শহীদ হন। লোয়ার দির এলাকায় আরেকটি সংঘর্ষে, সেনারা একটি জঙ্গি আস্তানা আবিষ্কার করার পর বন্দুকযুদ্ধে সাত সেনা এবং ১০ জন বিদ্রোহী যোদ্ধা নিহত হন।

এদিকে তেহরিক-ই-তালেবান (টিটিপি) সামাজিক যোগাযোগমাধ্যমে এক বার্তায় হামলার দায় স্বীকার করেছে। ইসলামাবাদের দাবি, আফগানিস্তানে অবস্থিত এই গোষ্ঠীটি ক্ষমতাসীন তালেবানদের থেকে পৃথক, কিন্তু তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।

ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তান তালেবানরা আফগানিস্তানের মাটি ব্যবহার করে পাকিস্তানেই হামলা চালায়। এজন্য পাক সেনাবাহিনী কাবুলের তালেবান সরকারকে তার দায়িত্ব পালন করতে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তার মাটি ব্যবহার না করতে দিতে আহ্বান জানিয়েছে।

এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ বলেছেন, তার সরকার দেশে সন্ত্রাস মোকাবিলায় ‘পূর্ণ শক্তি’ ব্যবহার করবে।

শাহবাজের অভিযোগ, পাকিস্তানে হামলাকারীদের নেতা ও পৃষ্ঠপোষকেরা আফগান ভূমিতে অবস্থান করছেন এবং ভারতের সমর্থন পাচ্ছেন। তিনি আরও বলেন, ‘সন্ত্রাসবাদ নিয়ে কোনো ধরনের রাজনীতি বা বিভ্রান্তিকর প্রচারণা পাকিস্তান মেনে নেবে না। যারা সন্ত্রাসীদের সহায়তা করে, তাদের হয়ে সাফাই গায় কিংবা ভারতের ছায়ায় থেকে কাজ করে, তারা মূলত পাকিস্তানের শত্রু এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

শাহবাজ শরিফ খাইবার পাখতুনখাওয়ার জনগণসহ গোটা জাতির ঐক্য ও দৃঢ়তার প্রশংসা করেন। তিনি আশ্বাস দেন, সন্ত্রাস মোকাবিলায় কার্যকর জবাব নিশ্চিত করতে সরকার দ্রুত প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেবে।

 

এ জাতীয় আরও খবর

ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে: গয়েশ্বর

পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক জন সম্পৃক্ততা: ডিএমপি কমিশনার

উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টার ঘটনায় নাহিদের হুঁশিয়ারি

লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টায় নিন্দা জানাল সরকার

খোদ অ্যাম্বুলেন্সেরই মুমূর্ষু দশা

ঘরের টাকা আবার ব্যাংকে ফিরছে

বকেয়া পরিশোধ করতে এন্ড্রু কিশোরকে চিঠি!

সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

মুখোমুখি ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে কে

বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

‘ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের মধ্যে নির্বাচন করব’

কারা হত্যার পরিকল্পনা করছেন, জানালেন উপদেষ্টা মাহফুজ