রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

ঘরের টাকা আবার ব্যাংকে ফিরছে

news-image

জিয়াদুল ইসলাম
ঘরের টাকা আবার ব্যাংকে ফিরতে শুরু করেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, শুধু জুলাই মাসেই মানুষের হাতে থাকা নগদ অর্থের প্রায় ৯ হাজার কোটি টাকা ব্যাংকে ফিরেছে। এতে আমানতে বেশ গতি এসেছে। গত এপ্রিল থেকে জুন তিন মাসেই আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার কোটি টাকা। এর আগে টানা দুই মাস ব্যাংকের বাইরে মানুষের হাতে নগদ অর্থ বেড়েছিল। মূলত সুদের হার বৃদ্ধি, সুশাসন ফেরানোসহ বাংলাদেশ ব্যাংকের নানা পদক্ষেপে ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থা আবার ফিরতে শুরু করেছে। এতে ব্যাংকের বাইরে নগদ অর্থের স্থিতি কমার সঙ্গে আমানত পরিস্থিতিরও উন্নতি হতে শুরু করেছে।

কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তারা বলছেন, কোরবানির ঈদে গরু কেনাসহ বিভিন্ন খরচ বেড়ে যাওয়ায় মে ও জুন মাসে মানুষ নগদ টাকার ওপর বেশি নির্ভর করেছিল। সেই সঙ্গে দুর্বল কয়েকটি ব্যাংক একীভূত করার ঘোষণায়ও অনেকে ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখেন। তবে জুলাই মাসে ব্যাংক খাতে টাকার প্রবাহ বৃদ্ধি বাজারে স্বস্তির বার্তা দিয়েছে। এ ধারা অব্যাহত থাকলে ব্যাংকগুলোর তারল্য পরিস্থিতির উন্নতি হবে এবং ঋণ দেওয়ার সক্ষমতা বাড়বে।

শেখ হাসিনা সরকারের আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাট হয়েছে, যা নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর সামনে আসে। এতে বেশ কয়েকটি ব্যাংকের প্রতি মানুষের আস্থার সংকট তীব্র আকার ধারণ করেছিল। ফলে সেসব ব্যাংক থেকে টাকা তোলার চাপ ব্যাপক হারে বেড়ে গিয়েছিল। তবে গত বছর সেপ্টেম্বর মাস থেকে সেই প্রবণতা কমতে থাকে এবং ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করে। অবশ্য দুই ঈদের আগে (মার্চ এবং মে) নগদ টাকা তোলার প্রবণতা বেড়ে যায়। সর্বশেষ জুন মাসেও টাকা তুলে ঘরে রাখার প্রবণতা দেখা যায়। তবে জুলাই মাসে সেই প্রবণতা কমেছে।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন বলছে, গত জুলাই মাস শেষে ব্যাংকিং ব্যবস্থার বাইরে নগদ অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ২ লাখ ৮৭ হাজার ২৯৪ কোটি টাকা। এক মাস আগে জুনে যার পরিমাণ ছিল ২ লাখ ৯৬ হাজার ৪৫১ কোটি টাকা। অর্থাৎ এক মাসের ব্যবধানে ব্যাংকের বাইরে নগদ টাকা কমেছে ৯ হাজার ১৫৭ কোটি টাকা বা ৩ দশমিক ০৯ শতাংশ। এর আগে মে ও জুন মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল। এর মধ্যে মে মাসে ১৬ হাজার ৪১২ কোটি টাকা ও জুন মাসে ২ হাজার ৬৭৩ কোটি টাকা বাড়ে। এ ছাড়া রোজার ঈদের কারণে গত মার্চ মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থ বেড়েছিল প্রায় ২৫ হাজার কোটি টাকা। তবে এপ্রিলে আবার ব্যাংকের বাইরে নগদ অর্থ কমেছিল প্রায় ১৯ হাজার ৬৫ কোটি টাকা। পরিসংখ্যান বলছে, গত মার্চ মাসের আগে টানা ছয় মাস ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ কমেছিল। তবে ওই কমার পরিমাণ ছিল খুবই কম। ওই ছয় মাসে ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ কমেছিল ২০ হাজার ৯৩৯ কোটি টাকা। তার আগে ২০২৩ সালের অক্টোবর থেকে ২০২৪ সালের আগস্ট পর্যন্ত টানা ১১ মাস ব্যাংকের বাইরে নগদ অর্থের পরিমাণ বেড়েছিল।

কমেছে ছাপানো টাকার স্থিতি : এ সময় ছাপানো টাকার (রিজার্ভ মানি) স্থিতিও কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, গত জুনে ব্যাংক খাতে ছাপানো টাকার পরিমাণ ছিল ৫ লাখ ১ হাজার ১৬৭ কোটি টাকা, সেটা জুলাইতে কমে হয়েছে ৪ লাখ ৮৫ হাজার ৩৪৬ কোটি টাকা। এক মাসে ছাপানো টাকার স্থিতি কমেছে ৪ দশমিক ৮৭ শতাংশ।

আমানত পরিস্থিতির উন্নতি : বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন বলছে, গত মার্চ শেষে ব্যাংক খাতে আমানতের পরিমাণ ছিল ১৯ লাখ ২৩ হাজার ৫০৪ কোটি টাকা। সেটা জুন শেষে বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৯৬ হাজার ৫৮৩ কোটি টাকা। অর্থাৎ মাত্র তিন মাসের ব্যবধানে (এপ্রিল-জুন) ব্যাংক খাতে আমানত বেড়েছে প্রায় ৭৩ হাজার ৭৮ কোটি টাকা। আগের তিন মাসে (জানুয়ারি-মার্চ) বেড়েছিল ৩৯ হাজার ৭৯৩ কোটি টাকা।

 

এ জাতীয় আরও খবর

পাকিস্তানের ১৯ সেনা ও ৩৫ তালেবান নিহত

ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে: গয়েশ্বর

পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক জন সম্পৃক্ততা: ডিএমপি কমিশনার

উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টার ঘটনায় নাহিদের হুঁশিয়ারি

লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টায় নিন্দা জানাল সরকার

খোদ অ্যাম্বুলেন্সেরই মুমূর্ষু দশা

বকেয়া পরিশোধ করতে এন্ড্রু কিশোরকে চিঠি!

সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

মুখোমুখি ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে কে

বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

‘ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের মধ্যে নির্বাচন করব’

কারা হত্যার পরিকল্পনা করছেন, জানালেন উপদেষ্টা মাহফুজ