সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি
ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রথম কার্যনির্বাহী সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আগামী ১২ মাসে কী কী কাজ হতে পারে, কোন সপ্তাহে কী কী কাজ করা হবে- তা নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরির সিদ্ধান্ত হয়।
আজ রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং ডাকসুর সভাপতি অধ্যাপক নিয়াজ আহমদ খানের সভাপতিত্বে কার্যনির্বাহী পরিষদের প্রথম সভা উপাচার্যের অফিস সংলগ্ন সভা কক্ষে অনুষ্ঠিত হয়।
ডাকসুর নব নির্বাচিত ভিপি, জিএস, এজিএস সহ পূর্ণাঙ্গ কার্যনির্বাহী পরিষদ সভায় উপস্থিত ছিলেন। সভা শেষে সংবাদ সম্মেলনে তারা আগামী ১২ মাসে কী কী কাজ হতে পারে, কোন সপ্তাহে কী কী কাজ করা হবে- সেটা নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করার কথা জানান।
এসময় ডাকসুর নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম বলেন, ‘ডাকসু নির্বাচনের মাধ্যমে জুলাই প্রজন্ম বিজয়ী হয়েছে, শহীদদের আকাঙ্ক্ষা বিজয়ী হয়েছে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থী বিজয়ী হয়েছেন। আমরা বারবার বলছি- আমরা নেতা নই, আমরা শিক্ষার্থীদের প্রতিনিধি। আমরা চাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ হাজার শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যা, পারিবারিক সমস্যা, একাডেমিক সমস্যা, ক্যাম্পাসে কিংবা ক্যাম্পাসের বাইরে যেকোনো সমস্যার নিয়ে কাজ করতে।’
ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি বলেন, ‘আমরা ডাকসুর সাবেক প্রতিনিধিদের সঙ্গেও সাক্ষাৎ করছি, তাদের থেকে পরামর্শ নিচ্ছি। একই সঙ্গে বিভিন্ন হলে গিয়ে শিক্ষার্থীদের প্রত্যাশা ও আকাঙ্ক্ষা জানার চেষ্টা করছি। নির্বাচনের আগে যেভাবে ডোর টু ডোর গিয়েছিলাম, এখনো আমরা প্রত্যেক শিক্ষার্থীর কাছে যাওয়ার চেষ্টা করবো। আমাদের সম্পাদকরা ইতিমধ্যে এক্সিকিউটিভ প্ল্যান নিয়েছেন। বিস্তারিত পরিকল্পনাগুলো খুব দ্রুতই জানিয়ে দেওয়া হবে।’
ডাকসুর নবনির্বাচিত সাধারণ সম্পাদক (জিএস) এস এম ফরহাদ বলেন, ‘নির্বাচিত প্রতিনিধিরা আগামী ১২ মাসে কী কী কাজ হতে পারে, কোন সপ্তাহে কী কী কাজ হতে পারে- সেটা নিয়ে একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করা হবে। এই পরিকল্পনা খুব দ্রুতই আমরা চূড়ান্ত করে কাজে নেমে পড়বো। ট্রেজারার কে হবেন সেটিও গেজেট আকারে সকলের সামনে উপস্থাপন করা হবে।’
এ সময় জানানো হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য হিসেবে ৫ জন ছাত্র প্রতিনিধির নাম পাঠানো হয়েছে। তারা হলেন- সহ-সভাপতি (ভিপি) আবু সাদিক কায়েম, সাধারণ সম্পাদক (জিএস) এসএম ফরহাদ, সহসাধারণ সম্পাদক (এজিএস) মহিউদ্দিন খান, ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহ ও সদস্য সাবিকুন্নাহার তামান্না।
সিনেটে পাঁচজন প্রতিনিধি পাঠানোর ব্যাপারে তিনি বলেন, ‘সিনেটে পাঁচজন প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক ও আবাসিক-অনাবাসিক বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। কারণ নারী-পুরুষ শিক্ষার্থীদের সমস্যা আলাদা, যেমন ছাত্রী হলের নীতিমালা ও কমন রুম ইস্যু বা ছাত্র হলের ভিন্ন সমস্যা। একইভাবে আবাসিক শিক্ষার্থীরা হলে কিছু সুবিধা পেলেও অনাবাসিক শিক্ষার্থীরা বাসে এসে ভিন্ন সমস্যার মুখোমুখি হন। তাই প্রতিনিধি বাছাইয়ে এসব দিক বিবেচনা করা হয়েছে।’