রবিবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ৩০শে ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ

রাস্তা অবরোধকারীদের কেউ ছাড় পাবে না

news-image

অনলাইন ডেস্ক : ফরিদপুরের সংসদীয় আসনের সীমানা নির্ধারণ ইস্যুকে কেন্দ্র করে যারা রাস্তা অবরোধ করে রেখেছে, তাদের কাউকে ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।তিনি বলেছেন, ‘রাস্তা অবরোধ করার অধিকার কারও নেই।’

আজ রবিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাস্তা অবরোধকারীরা বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা লাখ লাখ মানুষকে জিম্মি করে রাখছে। এটা কোনো অবস্থায় বরদাশত করা হবে না। তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আইন প্রয়োগ করতে বাধ্য হব।’

এ সময় কোর কমিটির সভায় দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, ‘দু-একটি নির্বাচন হয়ে গেল, এসব বিষয়েও একটু আলোচনা হয়েছে। পুলিশের প্রশিক্ষণ এবং আসন্ন নির্বাচন উপলক্ষে আমাদের প্রস্তুতি নিয়ে আলোচনা হয়েছে।ছিনতাই, চুরি-ডাকাতিসহ সীমান্ত বিষয় নিয়ে আলোচনা হয়েছে।’

এ ছাড়া পূজা এবং ফরিদপুরের দুটি ইউনিয়ন নিয়ে যে সমস্যা, সে বিষয়ে আলোচনা হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা।তিনি বলেন, ‘ফরিদপুরের এই দুই ইউনিয়নের কারণে বিভিন্ন জেলার মানুষ দুর্ভোগের শিকার হচ্ছে। ফরিদপুরে দুটি ইউনিয়ন আগে যে সংসদীয় আসনে ছিল, সেখান থেকে অন্য আসনে দিয়ে দেওয়া হচ্ছে। এ বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নেই।’

এটা নির্বাচন কমিশনের বিষয় উল্লেখ করে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘এটা নির্বাচন কমিশন করেছে। যুক্তি-তর্কের সবকিছু শোনার পর তারা এ সিদ্ধান্ত নিয়েছে। এটা নিয়েই এলাকার লোকজনের মধ্যে একটা ক্ষোভ। এটা নিয়ে আসলেই যদি তাদের ক্ষোভ থাকে, তাহলে সেটা যথাযথ চ্যানেলে জানানো প্রয়োজন ছিল। কিন্তু এটাকে কেন্দ্র করে জনদুর্ভোগ সৃষ্টি করা কোনোভাবেই কাম্য নয়।’

এই দুটি ইউনিয়নে কতজন লোক আর কতজন ভোটার- এমন প্রশ্ন রেখে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘তারা যদি আজকের মধ্যে এটা সমাধান না করে, তাহলে আমরা আইন প্রয়োগ করতে বাধ্য হব।’

 

এ জাতীয় আরও খবর

পাকিস্তানের ১৯ সেনা ও ৩৫ তালেবান নিহত

ফ্যাসিবাদ বিদায় হলেও দেশে সাম্প্রদায়িক শক্তির উত্থান হচ্ছে: গয়েশ্বর

পুলিশের সাফল্যের প্রধান নিয়ামক জন সম্পৃক্ততা: ডিএমপি কমিশনার

উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টার ঘটনায় নাহিদের হুঁশিয়ারি

লন্ডনে উপদেষ্টা মাহফুজের ওপর হামলার চেষ্টায় নিন্দা জানাল সরকার

খোদ অ্যাম্বুলেন্সেরই মুমূর্ষু দশা

ঘরের টাকা আবার ব্যাংকে ফিরছে

বকেয়া পরিশোধ করতে এন্ড্রু কিশোরকে চিঠি!

সিনেট সদস্য হচ্ছেন ৫ ছাত্র প্রতিনিধি

মুখোমুখি ভারত-পাকিস্তান: পরিসংখ্যানে এগিয়ে কে

বাংলাদেশ খেলাফত মজলিসের ৩ দিনের কর্মসূচি ঘোষণা

‘ক্ষমতার স্বাদ নিতে আসিনি, ছয় মাসের মধ্যে নির্বাচন করব’