শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মুশফিক খেলছেন, শুরুতে ব্যাটিংয়ে আফগানিস্তান

531192d147bf9-Asia-Cup-2014-Logoমাঠে নামতে পারবেন কি না, সেটা নিশ্চিত ছিল না আজ সকাল পর্যন্তও। তাঁর অবর্তমানে অধিনায়কত্বের গুরুদায়িত্ব কাকে দেওয়া হবে—সেটা নিয়েও চলছিল জল্পনা-কল্পনা। তবে টসের সময় পিচের মাঝখানে ঠিকই দেখা গেল মুশফিকুর রহিমকে। টসটা জিতেও গেছেন বাংলাদেশ অধিনায়ক। সিদ্ধান্ত নিয়েছেন ফিল্ডিং করার।

নিষেধাজ্ঞার কারণে আজকের ম্যাচেও দর্শক হয়েই থাকতে হচ্ছে সাকিব আল হাসানকে। ইনজুরির কারণে ছিটকে পড়েছেন মাশরাফি বিন মুর্তজা। আর তামিম তো শুরু থেকেই নেই। মুশফিকও যদি আজ খেলতে না পারতেন, তাহলে হয়তো কিছুটা চিন্তাতেই পড়ে যেতে হতো স্বাগতিকদের।

ভারতের বিপক্ষে প্রথম ম্যাচের দলটা প্রায় অপরিবর্তিত রেখেই আজ আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মাশরাফির পরিবর্তে শুধু দলে এসেছেন আরাফাত সানি।

বাংলাদেশ দল: শামসুর রহমান, এনামুল হক, মুমিনুল হক, মুশফিকুর রহিম, নাসির হোসেন, নাঈম ইসলাম, জিয়াউর রহমান, সোহাগ গাজী, আব্দুর রাজ্জাক, আরাফাত সানি, রুবেল হোসেন

আফগানিস্তান দল: মোহাম্মদ শাহজাদ, করিম সাদিক, আসগর স্টানিকজাই, নওরোজ মঙ্গল, মোহাম্মদ নবি, সামিউল্লাহ সেনওয়ারি, নাজিবুল্লাহ জাডরান, মিরওয়াইস আশরাফ, হামিদ হাসান, শাপুর জাডরান, হামজা, হোটাক