রবিবার, ১৯শে মে, ২০২৪ খ্রিস্টাব্দ ৫ই জ্যৈষ্ঠ, ১৪৩১ বঙ্গাব্দ

‘মাশা আল্লাহ’ লিখে যে ‘খোঁচা’ দিলেন মুশফিক

news-image

স্পোর্টস ডেস্ক : ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) মুশফিকুর রহিমের ক্যাচ আউটের রেশ যেন কাটছেই না। ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও এখনো আলোচনায় মুশফিকের ‘আউট।’ ভুলতে পারছেন না স্বয়ং মুশফিকও। ওই ম্যাচের ঘটনা নিয়ে শুক্রবার ফেসবুকে প্রতিবাদও জানিয়েছেন টাইগার দলের উইকেটরক্ষক ব্যাটার মুশফিক।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আজ সকালে মুশফিকুর রহিম একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন ‘মাশাআল্লাহ’, সাথে দিয়েছেন তিনটি ইমোজি। কী কারণে পোস্টটি দেওয়া, সেটা কারও হয়তো বুঝতে বাকি নেই। বিতর্কিত এক আউটের স্বীকার যে গতকাল বৃহস্পতিবার হয়েছেন, সেদিকেই ইঙ্গিত করেছেন তিনি।

ঘটনা গতকাল বৃহস্পতিবারের। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে মুখোমুখি হয় মোহামেডান ও প্রাইম ব্যাংক। ৩৪তম ওভারে অফ স্পিনার নাঈম হাসানের বলে ডিপ মিডউইকেটে ক্যাচ তোলেন মুশফিক। সীমানার কাছে দারুণভাবে লাফিয়ে ক্যাচ লুফে নিয়ে উচ্ছ্বাসে ভাসছিলেন আবু হায়দার রনি। বিষন্ন মনে মুশফিকও তখন ফিরছিলেন ড্রেসিংরুমে। তখনই, ড্রেসিংরুম থেকে আসে থামার আভাস। জানান, রনি ক্যাচ নিলেও তার পা স্পর্শ করেছে সীমানার দড়ি। ঘটনাটি নিয়ে উত্তেজনা বিরাজ করতে থাকে। ছক্কা না আউট—এই সমস্যার সমাধান করতেই খেলা বন্ধ থাকে ১০ মিনিট। ম্যাচে আম্পায়ারের দায়িত্বে ছিলেন সাথিরা জাকির জেসি এবং এ আই এম মনিরুজ্জামান। শেষ পর্যন্ত মুশফিককে আউট ঘোষণা করা হয়।

পরে দেখা যায়, ডাইভ দিয়ে ওঠার সময় বাউন্ডারি সীমানায় রনির পা লেগে যায়। এই ছবিই নিজের ফেসবুক পেজে আজ পোস্ট করেন মুশি। তৃতীয় আম্পায়ার থাকলে হয়তো এই বিতর্ক সৃষ্টি হতো না। তাতে আরও সূক্ষ্মভাবে মুশফিকের আউট নিয়ে পর্যালোচনা করা যেত।

মুশফিক পোস্টটি দেওয়ার পর দ্রুতই অনেকের নজরে এসেছে। মুশফিকের ওই পোস্টে আবার মন্তব্য করেছেন প্রাইম ব্যাংকের পেসার রুবেল হোসেন। তিনি লিখেছেন, খুবই দুঃখজনক ভাই।

এ জাতীয় আরও খবর

‘ফিজ’ নামটা কীভাবে পেলেন, জানালেন মুস্তাফিজ

পৃথিবীর কোন দেশে মেট্রোরেলে ১৫ শতাংশ ভ্যাট আছে, প্রশ্ন কাদেরের

‘সামান্য কেমিক্যালের পয়সা বাঁচাতে দেশের সর্বনাশ করবেন না’

বিএনপি নেতা ইশরাক কারাগারে

ভারত গিয়ে লাপাত্তা ঝিনাইদহ-৪ আসনের এমপি

বান্দরবানে ‘বন্দুকযুদ্ধে’ কেএনএফের তিন সদস্য নিহত

গবেষণা প্রতিবেদন: ৪৬ শতাংশ মানুষ চিকিৎসা খরচ মেটাতে হিমশিম খাচ্ছে

কালশীতে পুলিশ বক্সে আগুন দিলেন অটোরিকশাচালকরা

নুসেইরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলা, নিহত অন্তত ১৭

ঢাকায় আসছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী

হাতে লাঠি নিয়ে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

এক প্যান্ডেলেই ১০০ তরুণ-তরুণীর বিয়ে