বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে বৃদ্ধ নিহত

news-image

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে সৈয়দ আলম (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে তাইফুর (১২) নামে আরও এক কিশোর।

আজ শনিবার ভোরে উখিয়া ৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে এ ঘটনা ঘটে। নিহত সৈয়দ আলম ক্যাম্প ৮ ডব্লিউ ব্লক-ই, সাব-ব্লক: এ/৪২ পঁচা বাজার এলাকার বাসিন্দা।

আহত কিশোর তাইফুর ক্যাম্প ৫, ব্লক-ডি, সাব-ব্লক: ডি/৫ পঁচা বাজার এলাকার নুরুল আমিনের ছেলে। তাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ‘সন্ত্রাসীরা ওই ক্যাম্পে এসে এলোপাতাড়ি গুলিবর্ষণ করে। খবর পেয়ে এপিবিএন পুলিশ ও থানা পুলিশ ঘটনাস্থলে গেলে সন্ত্রাসীরা পালিয়ে যায়।’

তিনি আরও বলেন, ‘রোহিঙ্গা উগ্রপন্থী গোষ্ঠীর সন্ত্রাসীরা এ ঘটনা ঘটাতে পারে। নিহত বৃদ্ধ রোহিঙ্গার মরদেহ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ওই কিশোর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করার চেষ্টা চলছে।’