শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সাকিবের ঘূর্ণিতে শুরুতেই ৬ উইকেট হারাল আইরিশরা

news-image

স্পোর্টস ডেস্ক : আয়ারল্যান্ডের বিপক্ষে বৃষ্টি বাধায় ১৭ ওভারে নেমে আসা দ্বিতীয় টি-২০ ম্যাচে বাংলাদেশ ৩ উইকেটে রেকর্ড ২০২ রান তুলেছে। জবাব দিতে নেমে শুরুতেই চার উইকেট হারিয়েছে আইরিশরা।

সফরকারী দল ৬ ওভারে ৬ উইকেট হারিয়ে ৪৩ রানে ব্যাট করছে। ক্রিজে আছেন হ্যারি টেক্টর ও জর্জ ডকরেল। তাসকিন ইনিংসের প্রথম বলেই পল র্স্টালিংকে শূন্য রানে ফেরান। পরের ওভারে সাকিব ৫ রান করা লরকান টাকারকে তুলে নেন। এরপর ইনিংসের চতুর্থতম ওভারে রস এডায়ার ও গ্যারেথ ডিলানিকে আউট করেন তিনি।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে লিটন ও রনি ৯.২ ওভারে ১২৪ রানের জুটি গড়েন। টি-২০ ফরম্যাটে নিজেদের দ্রুততম শতরান ও যেকোন উইকেটে দ্বিতীয় সর্বোচ্চ রানের জুটি গড়েন তারা। এরপর রনি ২৩ বলে ৪৪ রান করে ক্যাচ দেন। তিনটি চার ও দুটি ছক্কা মারেন তিনি।

অন্য প্রান্তে থাকা লিটন দাস ছিলেন আরও বিধ্বংসী। তিনি সাজঘরে ফেরার আগে ৪১ বলে খেলেন ৮৩ রানের ক্যারিয়ার সেরা ইনিংস। ১০টি চার ও তিনটি ছক্কা দেখান তিনি। ১৮ বলে ৫০ রান পূর্ণ করেন ভাঙেন আশরাফুলের দ্রুত ফিফটির রেকর্ড। সাকিব ২৪ বলে ৩৮ ও তাওহীদ হৃদয় করেন ১৩ বলে ২৪ রান।