শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া-২ : ছেড়ে দেওয়া আসনে ফের জয়ী উকিল সাত্তার

news-image

আশুগঞ্জ প্রতি‌নি‌ধি : ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) উপনির্বাচনে বিএনপি ছেড়ে আসা স্বতন্ত্র প্রার্থী উকিল আবদুস সাত্তার ভূঁইয়া বেসরকারিভাবে জয়ী হয়েছেন।

মোট ১৩২ কেন্দ্রের ফলাফল অনুযায়ী, উকিল আব্দুস সাত্তার ভূঁইয়া কলার ছড়ি প্রতীকে ৪৪ হাজার ৯১৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি মনোনীত প্রার্থী আব্দুল হামিদ ভাসানী লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৯ হাজার ৫৮০ ভোট। তবে ক্ষমতাসীন আওয়ামী লীগ এই আসনে কোনো প্রার্থী দেয়নি।

আবদুস সাত্তার ভূঞা এই আসনেরই সংসদ সদস্য ছিলেন। বিএনপির সিদ্ধান্তে পদত্যাগ করলেও উকিল সাত্তার নিজের ছেড়ে দেওয়া আসনে উপনির্বাচনে প্রার্থী হন। আওয়ামী লীগের তিন নেতা স্বতন্ত্র প্রার্থী হয়েও সরে যান। উকিল সাত্তারের পক্ষে প্রচার চালান। জাতীয় পার্টির দু’বারের এমপি জিয়াউল হক মৃধাও সরে যান উকিল সাত্তারের সমর্থনে।

জানা গেছে, সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মোট ভোটার ৩ লাখ ৭৩ হাজার ৩১৯ জন। বুধবার ইভিএমের মাধ্যমে মোট ১৩২টি কেন্দ্র ও ৮২৬টি ভোটকক্ষে এই আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।