শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

৪৮ বছর পর বাবা ফিরলেন ভারত থেকে, মা পাকিস্তানে!

news-image

সিলেট ব্যুরো : সিলেট নগরীর মদিনা এলাকার বাসিন্দা কালা মিয়ার বয়স এখন ৪৯ বছর। ছেলে-মেয়ের বিয়ে দিয়েছেন, নাতি-নাতনি নিয়ে সুখের সংসার তার। কিন্তু দুঃখ ছিল একটাই, বড় হওয়ার সময়টাতে মা-বাবা কাউকেই কাছে পাননি তিনি। ছয় মাস বয়সে বাবা তাদের ফেলে চলে যান ভারতে। আট বছর বয়সে নিখোঁজ হন মা।

মা-বাবাহীন জীবনই মেনে নিয়েছিলেন তিনি। ৩৫ বছর আগে জন্মস্থান ময়মনসিংহ ছেড়ে চলে এসেছিলেন সিলেটে। তবে হঠাৎ করেই বদলে গেছে কালা মিয়ার জীবনের গল্প। প্রায় ৪৮ বছর পর বাবা আজমত আলীকে ফিরে পেয়েছেন তিনি।

চলতি মাসের ৯ তারিখ কালা মিয়াকে ময়মনসিংহ থেকে কল করে এক আত্মীয় জানান, কালা মিয়ার খোঁজে তার বাবা দেশে এসেছেন। দীর্ঘ ৪৮ বছর পর জন্মদাতা বাবাকে চোখের সামনে দেখতে আপ্লুত হয়ে পড়েন কালা মিয়া। ৯ তারিখ রাতেই কালা মিয়া তার সপরিবারে ময়মনসিংহ রওয়ানা হন। সেখানে ফিরে বাবার সঙ্গে দেখা করেন তিনি। এরপর বাবাকে নিয়ে ফেরেন সিলেটে।

কালা মিয়া বলেন, ‘৩৫ বছর ধরে স্ত্রী, ছেলে, নাতি-নাতনি নিয়ে সিলেটে বসবাস করছি। আমার জন্মস্থান ময়মনসিংহ জেলার তারাকান্দা থানায়। আমার বয়স যখন ৬ মাস তখন আমার মায়ের সঙ্গে ঝগড়া করে ভারতে চলে যান বাবা। কয়েক বছর পর আমার মা কুষ্টিয়ায় চাকরিতে যাওয়ার পথে দুর্বৃত্তের হাতে পড়েন। এরপর থেকে আর মায়ের কোনো খোঁজ পাননি। নিখোঁজের প্রায় ১২ বছর পর পাকিস্তানের করাচি থেকে আমার মা আমাকে চিঠি পাঠিয়েছিল। তবে সেই চিঠি আমি হারিয়ে ফেলেছি।’

কালা মিয়ার দাবি, তার মা পাকিস্তানে আছেন। সেখানে তিনি স্থানীয় একজনকে বিয়ে করেছেন এবং সেখানে তার পাঁচ সন্তান রয়েছে। কিন্তু মায়ের চিঠি বা ছবি সংগ্রহ করা বা মায়ের সঙ্গে যোগাযোগ করার সুযোগ পাননি তিনি। পরে তার মাও আর চিঠি লেখেননি।

কালা মিয়া বলেন, ‘এখন বাবাকে ফিরে পেয়ে মায়ের জন্য কষ্ট হচ্ছে। কারণ আমি এখন জানি না আমার মা বেঁচে আছেন নাকি মারা গেছেন। যদি আমার মা বেঁচে থাকেন তাহলে একবার হলেও আমি আমার মাকে দেখতে চাই। আল্লাহর কাছে এখন এটাই আমার চাওয়া। আমি বাবাকে খুঁজে পেয়েছি, এটিই আমার কাছে বড় আনন্দের খবর। এখন সবাইকে নিয়েই আমি সুখে থাকতে চাই। বাবা যেভাবে ফিরে এসেছেন আশা করি আমার মাও ফিরে আসবেন।’

আমজদ আলী বলেন, ‘স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ৪৮ বছর আগে ঘর ছেড়েছিলাম। ওই সময় আমার ছেলের বয়স ছিল ৬ মাস। পরে স্ত্রী সন্তানের খোঁজখবর নিয়েও তাদের সঙ্গে যোগাযোগ করতে পারছিলাম না। আবার অবৈধ প্রবেশের জন্য ধরা খাই কিনা সে জন্য দেশেও যেতে পারিনি। তবে যারা ভারত থেকে দেশে আসতেন তাদের মাধ্যমে খোঁজ নিয়েও ছেলের খবর পেতাম না। শেষ বয়সে নিজের মনকে আটকে রাখতে পারিনি। তাই নিজেই বাংলাদেশে চলে এসেছি।’

তিনি আর বলেন, ‘ বাংলাদেশে এসে আমি নিজের এলাকা ময়মনসিংহে যাই। কিন্তু সেখানে তারা কেউ জানে না আমার ছেলে কোথায় আছে। পরে আমি আমার শালিকার বাড়িতে গিয়ে ছেলের খোঁজ পাই। মোবাইল ফোনে কথা বলে আমার ছেলেকে আসতে বলি। তখন তারা ময়মনসিংহ গিয়ে আমাকে সিলেট নিয়ে আসে। আমি ছেলে রেখে গিয়েছিলাম। ফিরে এসে ছেলের পাশাপাশি পেয়েছি নাতি। দীর্ঘ ৪৮ বছর পর আমার ছেলেকে পেয়ে আমি অনেক খুশি।’

আমজদ আলী বর্তমানে ভারতের নাগরিক। ভারতে গিয়ে তিনি আবারও বিয়ে করেন এবং সেখানে তার চার সন্তান রয়েছে।

কালা মিয়ার ছেলে সুজন মিয়া বলেন, ‘কী ঘটেছিল তা আর ভাবতে চাই না। ছোটবেলা থেকে দাদা-দাদির কাউকেই দেখিনি। মনে আশা ছিল তাদেরকে একদিন ফিরে পাব। আজ আমাদের সবার আশা পূরণ হয়েছে।’

সুজনের স্ত্রী সুমি আক্তার বলেন, ‘এতোদিন পর দাদা শ্বশুরকে পেয়ে আমরা খুশি। আমরা চাই দাদা বাকি জীবনটা এখানেই আমাদের সঙ্গে থাকুন। অন্তত যতো দিন আছে আমরা তার সেবা করতে চাই। আমার শ্বশুর তার বাবাকে ফিরে পেয়ে যে আনন্দ পেয়েছেন তা ভাষায় প্রকাশ করার মতো নয়।’