শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রুশ অর্থনীতি স্থিতিশীল আছে: পুতিন

news-image

অনলাইন ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের অর্থনীতি স্থিতিশীল আছে ও তিনি আশা করছেন নতুন বছরের প্রথম প্রান্তিকে মুদ্রাস্ফীতি শতকরা পাঁচ ভাগে নেমে আসবে। খবর পার্স টুডের।

তিনি বলেন, আগে যেমনটি ধারণা করা হয়েছিল তার চেয়ে রাশিয়ার অর্থনীতি ভালো অবস্থায় আছে। রাশিয়ার চ্যানেল ওয়ান টেলিভিশনকে পুতিন গতকাল রোববার এসব কথা বলেন।

তিনি দাবি করেন, সমস্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক দেশের অর্থনীতিকে আরো স্থিতিশীল হওয়ার ইঙ্গিত দিচ্ছে।

পুতিন বলেন, “দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল, সর্বোপরি আমাদের বিরোধীদের চেয়ে শুধুমাত্র ভালো নয় বরং আমরা আমাদের অর্থনীতি যতটা ভালো হবে বলে আশা করেছিলাম তার চেয়ে ভালো অবস্থায় আছে। বেকারত্ব রাশিয়ায় এই মুহূর্তে ঐতিহাসিকভাবে কম। প্রত্যাশার চেয়ে মুদ্রাস্ফীতি কম এবং আরো কমার ধারায় রয়েছে।”