শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ফিরে যাচ্ছেন রোহিত, ভারতকে নেতৃত্ব দেবেন কে?

news-image

অনলাইন ডেস্ক : আঙুলের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ হয়ে গেছে রোহিত শর্মার। তৃতীয় ও শেষ ম্যাচের আগেই দেশে ফিরে যাবেন ভারত অধিনায়ক। তার পরিবর্তে শেষ ওয়ানডেতে ভারতকে নেতৃত্ব দেবেন লোকেশ রাহুল।

এখন প্রশ্ন হচ্ছে টেস্টে রোহিত খেলতে পারবেন কি? আর খেলতে না পারলে লাল বলে ভারতকে নেতৃত্বই দেবেন কে?

মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে বুধবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ভারতকে ৫ রানে হারায় বাংলাদেশ। সুবাদে এক ম্যাচ হাতে রেখেই নিশ্চিত হয় সিরিজ জয়।

ম্যাচটিতে ফিল্ডিংয়ের সময় আঙুলে চোট পান রোহিত। পরে তাকে হাসপাতালে যেতে হয়। স্ক্যান করে অবশ্য ফিরে আসেন। কিন্তু দলের ব্যাটিংয়ের সময় ওপেন করতে নামেননি।

রোহিতের পরিবর্তে শিখর ধাওয়ানের সঙ্গে ওপেন করেন বিরাট কোহলি। পরে দলের হার বাঁচাতে ব্যাট করতে নামতে বাধ্য হন রোহিত। নয় নম্বরে নেমে ২৮ বলে অপরাজিত ৫১ রান করেও দলকে জেতাতে পারেননি ভারত অধিনায়ক।

ম্যাচ শেষে ভারতের কোচ রাহুল দ্রাবিড় জানান রোহিত দেশে ফিরে যাচ্ছেন। তবে টেস্টে খেলতে পারবেন কি-না তা নিশ্চিত করতে পারেননি, ‘বৃহস্পতিবারই রোহিতকে দেশে ফেরত পাঠানো হচ্ছে। মুম্বাইয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবে। তার পরেই বোঝা যাবে টেস্ট সিরিজ খেলার জন্য ও ফিরতে পারবে কি না। আমি নিশ্চিত নই। এত দ্রুত মন্তব্য করাও সম্ভব নয়। শুধু এটুকুই বলব, পরের ম্যাচে ও খেলতে পারবে না।’

ওয়ানডের মতো টেস্টেও ভারতের সহ-অধিনায়ক রাহুল। রোহিত না খেলতে পারলে রাহুলকেই তাই টেস্টের নেতৃত্বে দেখা যেতে পারে।