শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে: পাপন

news-image

স্পোর্টস ডেস্ক : অবিশ্বাস্য জয়ে ভারতের বিপক্ষে সিরিজ ঘরে তুলেছে বাংলাদেশ। তবে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটিই যে টাইগাররা জিতে যাবে এমনটি ভাবেননি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। তার ধারণা ছিল, মিরপুরে সিরিজের প্রথম দুই ওয়ানডেতে টাইগাররা বড়জোর একটি ম্যাচে জিতবে।

সিরিজের প্রথম ম্যাচে শেষ উইকেট জুটিতে ৫১ রানের অবিশ্বাস্য জুটি গড়ে দলকে জেতান মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আর দ্বিতীয় ওয়ানডেতে সেই মিরাজের অভিষেক সেঞ্চুরি ও মাহমুদউল্লাহকে নিয়ে দারুণ জুটিতে ৫ রানের রোমাঞ্চকর জয় পায় টাইগাররা।

গতকাল সিরিজ জয়ের পর গণমাধ্যমের সাথে আলাপকালে পাপন বলেন, ‘আমার ধারণা ছিল আমরা মিরপুরে অন্তত একটা ম্যাচ জিতব। এই ব্যাপারে আমার মনের মধ্যে একটা বিশ্বাস ছিল। তবে খেলা যেভাবে চলেছে তাতে করে সত্যিই খুবই অবাক হয়েছি।’

পাপন মিরাজের পারফরম্যান্সে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘প্রথমটাতে যেমন মিরাজ দূর্দান্ত খেলেছে তেমনি দ্বিতীয়টাতেও সে ছিল অনবদ্য। মিরাজকে তো প্রথম ম্যাচে আমরা ধরিই নাই। প্রথমটায় হয়েছে, আজকে আমার স্ত্রী বলছিল আজকেও মিরাজ ভালো খেলবে। আমি অবশ্য বলেছিলাম আরে, পরপর দুদিন কিভাবে ভালো খেলে। কিন্তু দেখেন আজকেও ছেলেটা ভালো খেলেছে।’

এই সিরিজে চোটের কারণে নেই নিয়মিত অধিনায়ক তামিম ইকবাল। তার পরিবর্তে দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস। লিটনের প্রশংসা করে বোর্ড প্রধান বলেন, ‘লিটনের অধিনায়কত্ব খুব ভালো ছিল। খুবই ভালো অধিনায়কত্ব করেছে। ভারত শুধু উপমহাদেশের না, বিশ্বের অন্যতম সেরা দল। তাদের বিপক্ষে ঘরের মাঠে পরপর দুইবার সিরিজ জেতা বিরাট ব্যাপার।’