মঙ্গলবার, ৩০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

যুদ্ধে রাশিয়ার ৯০ হাজার সেনা নিহত, দাবি ইউক্রেনের

news-image

অনলাইন ডেস্ক : যুদ্ধ শুরুর পর এখন পর্যন্ত রাশিয়ার ৯০ হাজার ৬০০ সেনা নিহত হয়েছে। গত শুক্রবারেই ইউক্রেনের সেনাবাহিনীর হাতে নিহত হয়েছে ৫১০ জন। আজ শনিবার গার্ডিয়ানের এক লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের সর্বশেষ পরিসংখ্যানে বলেছে, ইউক্রেনের বাহিনী শুক্রবার রাশিয়ার আটটি ড্রোন ভূপাতিত করেছে, সেইসঙ্গে ট্যাঙ্কও গুঁড়িয়ে দিয়েছে।

এছাড়া পরিসংখ্যানে বলা হয়েছে, রুশ বাহিনী এখন পর্যন্ত ২৮০টি প্লেন, ২৬৩টি হেলিকপ্টার, ২ হাজার ৯১৭টি ট্যাঙ্ক, এক হাজার ৯০৬টি আর্টিলারি সিস্টেম, ৪ হাজার ৪৭২টি সাঁজোয়া যান, ১৬৩টি স্পেশাল সরঞ্জাম, ৫৩১টি ক্রুজ মিসাইল হারিয়েছে।

তবে ইউক্রেনের এই দাবি নিয়ে রাশিয়ার পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি। এ ছাড়া দেশটির এই দাবি গার্ডিয়ানের পক্ষ থেকে নিরপেক্ষভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে প্রতিবেদনে বলা হয়েছে।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২৮৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই।

 

এ জাতীয় আরও খবর