বৃহস্পতিবার, ২রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৯শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

প্রতিহিংসার কারণে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে: সরোয়ার

news-image

বরিশাল প্রতিনিধি : বিএনপির কেন্দ্রীয় জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব মজিবর রহমান সরোয়ার প্রশ্ন তুলে বলেন, জনগণকে বাদ দিয়ে কোন উন্নয়ন হবে? স্বাধীনতা যুদ্ধ থেকে শুরু করে গণতন্ত্র পুনরুদ্ধারের এই লড়াইয়ে বরিশালের মানুষ রক্ত দিয়েছে। তাই তাদের কখনোই দাবিয়ে রাখা যাবে না। এ সরকারের পতন না ঘটিয়ে ঘরে ফিরে যাব না।

শনিবার (৫ নভেম্বর) বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বিএনপির বিভাগীয় গণসমাবেশের বক্তব্যে বরিশাল সিটির প্রথম মেয়র মজিবর রহমান সরোয়ার এ কথা বলেন। অসহনীয় দ্রব্যমূল্য, লাগাতার লোডশেডিং, দুর্নীতি-দুঃশাসন, লুটপাট, মামলা-হামলা, গুম, হত্যা, জনগণের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠা ও বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে এ মহাসমাবেশের আয়োজন করা হয়।

এসময় তিনি বলেন, আজকে বিচার বিভাগের স্বাধীনতা নেই। আজ বেতন না বাড়লেও নিত্যপণ্যের দাম বেড়েছে। খালেদা জিয়াকে প্রতিহিংসার কারণে আটকে রেখেছে শেখ হাসিনা। আইনের কোনো ব্যাপার নেই।

মহানগর বিএনপির আহ্বায়ক মো. মনিরুজ্জামান খান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া প্রধান বক্তা ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।

 

এ জাতীয় আরও খবর