শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জবি এলাকা রণক্ষেত্র : পুলিশের রাবার বুলেট, টিয়ার সেল, কমপক্ষে ২০০ শিক্ষার্থী আহত

111জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তিব্বত হল উদ্ধারের দাবিতে পুরান ঢাকার রায় সাহেব বাজার মোড়ে ছাত্রদের অবরোধে পুলিশ টিয়ার সেল নিক্ষেপ এবং লাঠিচার্জ করেছে। এসময় উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

লালবাগ জোনের ডিসি হারুন ঘটনাস্থলে উপস্থিত আছেন। পুলিশ শিক্ষার্থীদের ওপর রাবার বুলেট নিক্ষেপ করছে। বর্তমানে সেখানে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

রাবার বুলেট নিক্ষেপের কারণে দুইজন ফটোসাংবাদিক আহত হয়েছেন। ইংরেজি বিভাগের চেয়ারম্যান নাসির উদ্দিন ইউসুফ এসময় আহত হন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কিছুক্ষণ আগে শিক্ষকদের একদল প্রতিনিধি পুলিশের সাথে কথা বলতে ঘটনাস্থলে গিয়েছেন।

সম্প্রতি ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সাংসদ হাজী সেলিমের এক বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় ছাত্রলীগ এক প্রতিবাদলিপি দেয়। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা হল দখলের অভিযোগে হাজী সেলিমের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছে।

জবি শাখা ছাত্রলীগ বলেছে, বৈধ কাগজপত্র দেওয়ার ব্যাপারে প্রশাসন সহায়তা না করলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আজ তারা হলের দখল নেবে।  সময় টিভি