শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পুলিশের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া, প্রতিবাদে জামায়াতের মিছিল

news-image

নিজস্ব প্রতিবেদক : ইডেন কলেজে ছাত্রলীগের ‘অনৈতিক ও সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে শিক্ষার পরিবেশ কলুষিত করার প্রতিবাদে’ অনুষ্ঠিত কর্মসূচিকে কেন্দ্র করে রাজধানীর যাত্রাবাড়ীতে পুলিশের সঙ্গে জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের নেতাকর্মীদের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়েছে। এ ঘটনার প্রতিবাদে আজ সোমবার সকালে রাজধানীর মহাখালীতে ঢাকা মহানগর উত্তর জামায়াত ঝটিকা মিছিল বের করে।

জামায়াতের দাবি, সকাল ৯টার দিকে, ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে হানিফ ফ্লাইওভার মিছিল বের হয়। যাত্রাবাড়ী মোড়ে গিয়ে সংক্ষিপ্ত পথসভা চলাকালে পুলিশ জামায়াত নেতাকর্মীদের বাধা দেয়। এক পর্যায়ে জামায়াতের নেতাকর্মীরাও পুলিশকে ধাওয়া দেয়। ২০ মিনিটের মতো কর্মসূচি স্থায়ী ছিল।

প্রায় একই সময়ে রাজধানীতে ঝটিকা মিছিল শেষে সংক্ষিপ্ত পথ সভায় মহানগর উত্তরের আমির মুহাম্মদ সেলিম উদ্দিন বলেন, ‘সরকার দেশ পরিচালনায় সার্বিকভাবে ব্যর্থ হয়েছে। তারা দেশ থেকে লাখ লাখ কোটি টাকা পাচার করে জাতীয় অর্থনীতিকে রীতিমত পঙ্গু করে দিয়েছে। অবিলম্বে কমিটি গঠন করে যুগপৎ কর্মসূচি ঘোষণা করতে হবে।’