শনিবার, ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

কৃষকদেরও ‘যুদ্ধে পাঠাচ্ছেন’ পুতিন

news-image

অনলাইন ডেস্ক : গত ২২ সেপ্টেম্বর আংশিক সেনা সমাবেশের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর মাধ্যমে তিন লাখ রিজার্ভ সেনাকে ইউক্রেন যুদ্ধে পাঠানো হবে বলে দেশটির পক্ষ থেকে বলা হয়েছে।

এদিকে আজ মঙ্গলবার পুতিন দেশটির নেতাদের সঙ্গে এক বৈঠকে বলেছেন, সামরিক বাহিনীতে কৃষকদেরও নিয়োগ দেওয়া হচ্ছে। রুশ প্রেসিডেন্ট বলেন, আমি আঞ্চলিক প্রধান এবং কৃষি উদ্যোক্তা প্রধানদেরও বলতে চাই আংশিক সেনা সমাবেশের অংশ হিসেবে কৃষি শ্রমিকদেরও খসড়া তৈরি করা হচ্ছে।

তিনি আরও বলেন, তাদের পরিবারকে সমর্থন দিতে হবে, এই বিষয়ে আমি আপনাদের বিশেষ মনোযোগ দিতে বলছি।

এর আগে আংশিক সেনা সমাবেশের ডাকের পর রাশিয়ার নাগরিকদের মধ্যে অসন্তোস দেখা দিয়েছে। দেশটির হাজার হাজার মানুষের রাশিয়া ছাড়ার হিড়িক পড়েছে। এছাড়া পুতিনের সিদ্ধান্তের বিরুদ্ধে বিক্ষোভে নেমেছে দেশটির শত শত মানুষ।

চলতি বছরের গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এরপর আজ পর্যন্ত টানা ২১৬ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

কয়েকদিনের মধ্যে ইউক্রেনের রাজধানী কিয়েভ দখল নিয়ে সেখানে পুতুল সরকার বসানোর প্রয়াস নিয়ে পুতিন ইউক্রেনে যে আগ্রাসন শুরু করেছিলেন তা এখন পর্যন্ত অধরা। উল্টো ইউক্রেনে দেশটির বাহিনীর ব্যর্থতার খবর ক্রমেই বেড়ে চলেছে বলে দাবি পশ্চিমাদের। দেশটি ইউক্রেন যুদ্ধে যে চরম জনবল সংকটে ভুগছে এর জেরে সেনা সমাবেশে ডাক দিয়েছেন পুতিন। দেশটির ভাষ্যমতে, ইউক্রেনে বিশেষ অভিযানে এসব সেনাদের পাঠানো হবে।