শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

‘অপারেশন সুন্দরবন’ নিয়ে যা বললেন রিয়াজ

news-image

বিনোদন প্রতিবেদক : আগামী শুক্রবার মুক্তি পাচ্ছে সুন্দরবনকে দস্যুমুক্ত করার দুঃসাহসিক অভিযানের গল্পে নির্মিত সিনেমা ‘অপারেশন সুন্দরবন’। এতে অভিনয় করেছেন দেশের নন্দিত অভিনেতা রিয়াজ আহমেদ। দীপংকর দীপনের পরিচালনায় সিনেমায় র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ঊর্ধ্বতন কর্মকর্তার চরিত্রে দেখা যাবে তাকে। ‘অপারেশন সুন্দরবন’ দিয়ে প্রায় সাত বছর পর পর্দায় ফিরছেন এই অভিনেতা। সিনেমা ও সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেছেন তিনি।

অনেক দিন পর আপনার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। কেমন লাগছে?

শিল্পীদের কাছে নতুন ছবি মানেই অন্যরকম একটা আনন্দ। বলা যায়, ঈদের আনন্দ যেমন ঠিক তেমনই। আবার ভয়ও হয়, ছবিটি কি দর্শকদের প্রত্যাশা পূরণ করতে পারবে। ভয় আর আনন্দ দুই কাজ করছে।

অনেক দিন পর দর্শক বড় পর্দায় দেখবে, এমনটা ভেবে চিন্তেই ছবিতে অভিনয় করা। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ বন সুন্দরবনকে দস্যুমুক্ত করার পেছনে র‌্যাবের দুঃসাহসিক যে অভিযান ছিল, সেই গল্পই কিন্তু এই ছবিতে তুলে ধরা হয়েছে ছবিতে। গল্পটি কেমন হতে পারে- এবার একটু আন্দাজ করুন। এটা ভাবলেই তো শরীরে অন্যরকম একটা অনুভূতি কাজ করে। এই গল্পটাই দর্শক দেখবে। আর এই ছবির শুটিং করতে গিয়ে আমরা কোথায় কোথায় গিয়েছি, তা কল্পনাও করতে পারবেন না। সেসব স্থানের মনোরম প্রাকৃতিক দৃশ্য উঠে আসবে ক্যামেরায়। ছবিটি দেখলেই বুঝতে পারবেন কেন এতে অভিনয় করেছি। সব কিছু মিলিয়ে, আমি শতভাগ আশাবাদী।

এখন থেকে কী নিয়মিত অভিনয়ে পাওয়া যাবে?

আমি কি অভিনয় ছেড়ে দিয়েছি! প্রতিটি শিল্পীর মধ্যে ভালো গল্প আর চরিত্রে অভিনয় করার একটা নেশা কাজ করে। আমার মধ্যেও সেই নেশা আছে। ভালো গল্প ও চরিত্র না পেলে তো আর গৎবাধা অভিনয়ে গাঁ ভাসাতে চাই না। তাই ভালো গল্পের অপেক্ষায় ছিলাম, আছি আর আগামীতেও থাকব। আমৃত্যু অভিনয় করে যেতে চাই।

যে ধরনের গল্প-চরিত্রে কাজ করতে চান, এমনটা কি সবসময় পাবেন?

বিরতি কিন্তু মনের মতো গল্প না পাওয়ার কারণেই নেওয়া হয়। প্রয়োজনে আবারও বিরতিতে থাকব। আর বর্তমান সময়ে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে যে সুবাতাস বইছে, তাতে করে আমি আশাবাদী। এখন কিন্তু অনেক ভালো ভালো গল্পের ছবি তৈরি হচ্ছে। আর দর্শকও হলমুখী হচ্ছে। তাই আমাদের প্রত্যাশাও বেড়ে গেছে।

নতুন যে সিনেমাগুলোতে কাজ করেছেন, তা কী আপনার মনের প্রত্যাশা পূরণ করতে পেরেছে?

‘অপারেশন সুন্দরবন’ ছবিতে কাজ করে আত্মতৃপ্তি পেয়েছি। আর ‘মুজিব’ ছবিতে অভিনয় করে শুধু আত্মতৃপ্তি নয়, ইতিহাসের অংশও হয়েছি বলে মনে করি। এই ছবির সূত্র ধরে ভারতের গুণী নির্মাতা শ্যাম বেনেগালের কাছ থেকে অনেক কিছু শেখারও সুযোগ হয়েছে। আরও একটি ছবি ‘রেডিও’। যে ছবির গল্প ৭ মার্চের ভাষণকে কেন্দ্র করে। এটাও আমার অভিনয় ক্যারিয়ারের অন্যরকম একটি কাজ।

 

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী