রবিবার, ৫ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২২শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

গোপন বৈঠকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’, বিএনপির ১২ নেতাকর্মী কারাগারে

news-image

বরিশাল ব্যুরো ও আগৈলঝাড়া প্রতিনিধি : বরিশালের গৌরনদী উপজেলায় গোপন বৈঠকে ‘সরকারবিরোধী ষড়যন্ত্র’ করার অভিযোগে বিএনপির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে বিশেষ ক্ষমতা আইনে পুলিশ বাদী হয়ে মামলার পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন-বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক রুহুল গাজী, ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মন্টু খান, বার্থী ইউনিয়ন যুবদলের সাবেক সহ-সম্পাদক কাইয়ুম খান, ইউনিয়ন যুবদল কর্মী এনায়েত হোসেন, জাফর খান, সাইফুল ইসলাম, রেজাউল মোল্লা ও সামিউল বেপারী এবং ইউনিয়ন ছাত্রদল কর্মী আকাশ খন্দকার, মুন্ন্না আহম্মেদ ও ইখতিয়ার তালুকদার।

তাদের মধ্যে ইখতিয়ার তালুকদার আগৈলঝাড়া উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও রাজিহার ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদারের ভাই।

মামলার এজাহারে বলা হয়েছে, গৌরনদী উপজেলার বার্থী গ্রামে প্রভাবশালী বিএনপি নেতা আমিনুল হক শাহীনের বাড়িতে সোমবার রাতে আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলা বিএনপির ১৫ থেকে ২০ জন নেতাকর্মী গোপন বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্র করছিলেন। খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ১২ জনকে আটক করা হয়; বাকিরা পালিয়ে যায়। বৈঠকস্থল থেকে একাধিক জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।

বার্থী ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘বাবার মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করতে আত্মীয়-স্বজন ও স্থানীয় কর্মীদের নিয়ে আলোচনা করছিলাম। রাত সাড়ে ৮টার দিকে বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্যাদার নেতৃত্বে ৫০-৬০ জন বাড়িতে হামলা চালায়। তারা আমাকেসহ সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে ১২ জনকে পুলিশের কাছে সোপর্দ করা হয়।’

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন বার্থী ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মামুন প্যাদা।

গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন জানান, গ্রেপ্তার ব্যক্তিরা গোপন বৈঠকে সরকারবিরোধী ষড়যন্ত্রের কথা স্বীকার করেছেন।

 

এ জাতীয় আরও খবর

৬৪ শতাংশ মানুষের বাজেট নিয়ে কোনো প্রত্যাশা নেই: সিপিডি

আমদানি বন্ধে দাম বেড়েছিল হু হু করে, চালুর খবরে কমেছে সামান্য

আরএসএফ’র র‍্যাংকিং পদ্ধতির ভুল আবারও তুলে ধরবো: তথ্য প্রতিমন্ত্রী

ওমরাহ পালন করেছেন ফখরুল দম্পতি

এই সরকারের আমলে জনগণ ভোট দিতে পারে না : রিজভী

‘ভোটে মন্ত্রী-এমপির স্বজনদের বিরত রাখা দলের নীতিগত সিদ্ধান্ত’

দেশে মুক্ত গণমাধ্যম অনুপস্থিত : মঈন খান

বৃহস্পতিবার ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্র স‌চিব

আবারও রিমান্ডে মিল্টন সমাদ্দার

জনগণের কথা চিন্তা করে আইন তৈরি করতে হবে : আইনমন্ত্রী

সুন্দরবনের আগুন নেভাতে হেলিকপ্টার থেকে ছিটানো হচ্ছে পানি

শাহজালালে ৩ রাত ফ্লাইট উঠানামা বন্ধ থাকবে