রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ভাগ্নের হাতুড়ির আঘাতে প্রাণ গেল মামার

news-image

ইবি থানা (কুষ্টিয়া) প্রতিনিধি : কুষ্টিয়ার মিরপুরে পারিবারিক কলহের জের ধরে ভাগ্নের হাতুড়ির আঘাতে প্রাণ হারিয়েছেন মামা আয়ূব আলী (৫৫)। আজ শনিবার সকাল সাড়ে ৭টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। এর আগে গতকাল শুক্রবার বিকেলে উপজেলার আমলা ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আয়ূব আলী একই এলাকার মৃত ইয়াকুব আলীর ছেলে।

স্থানীয় ও নিহতের পারিবারিক সূত্র জানায়, শুক্রবার বিকেলে ইউনিয়নের নিমতলা বাজার থেকে মোটরসাইকেলযোগে ফিরছিলেন আয়ূব আলী। এমন সময় ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকায় পৌঁছালে রাস্তার পাশের ঝোঁপ থেকে হাতুড়ি নিয়ে বেরিয়ে আসেন ভাগ্নে সাজু। এরপর মোটরসাইকেলে লাথি দিয়ে মামাকে রাস্তায় ফেলে দেন। পরে হাতুড়ি দিয়ে মামার মুখ ও মাথায় আঘাত করে পালিয়ে যান সাজু।

পরে গুরুতর আহতাবস্থায় স্থানীয়রা আয়ূব আলীকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করায়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই মারা যান আয়ূব আলী।

এদিকে ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্ত ভাগ্নে সাজু। তিনি একই ইউনিয়নের চৌদুয়ার বিলপাড়া এলাকার রাজ্জাক আলীর ছেলে। তিনি এর আগেও একটি হত্যা মামলায় অভিযুক্ত ছিলেন।

এ বিষয়ে জানতে চাইলে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, এ ঘটনায় এখনও থানায় কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

থানায় অভিযোগ না করার বিষয়ে জানতে চাইলে নিহতের ভাতিজা হুমায়ূন কবির আমাদের সময়কে বলেন, চাচার চিকিৎসা নিয়ে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে পারিনি। যদিও তাদের মৌখিকভাবে জানিয়েছি। এখন থানায় হত্যা মামলা করা হবে।

 

এ জাতীয় আরও খবর

টানা পাঁচ দফায় কমলো সোনার দাম

কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

ঢাকা-রাজশাহীসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী