শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

পাবজি খেলতে না দেওয়ায় ঝগড়া, তরুণীর আত্মহত্যা

news-image

রাজাপুর (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির রাজাপুরে পাবজি গেমস খেলতে না দেওয়ায় মায়ের সঙ্গে ঝগড়া করে নুসরাত জাহান শান্তা নামের (২১) এক তরুণী আত্মহত্যা করেছেন।

শুক্রবার দিবাগত রাতে সাতুরিয়া ইউনিয়নের মিয়ারহাট এলাকায় বাবার বাড়িতে আত্মহত্যা করেন ওই তরুণী। তিনি নুরে-আলম হাওলাদারের মেয়ে ও শ্রীমন্তকাঠি এলাকার মালয়েশিয়া প্রবাসী আমিন হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, তিন বছর আগে শান্তার বিয়ে হয়। স্বামী বিদেশে থাকায় শান্তা তার বাবার বাড়িতেই থাকতেন। সেখানে অনলাইন গেমস ‘পাবজি’ খেলায় আসক্ত হয়ে পড়ে সে।

ঘটনার দিন শান্তার মা রিনা বেগমের সঙ্গে গেমস খেলা নিয়ে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঘরে থাকা পোকা মারার ওষুধ খেয়ে ফেলে শান্তা।

অসুস্থ শান্তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।