শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে যোগাযোগ-বিচ্ছিন্ন

news-image

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি : টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার যাদুকাটা, বৌলাই ও পাটলাই নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে অতিক্রম করছে। ফলে আজ মঙ্গলবার সকাল থেকে তাহিরপুর-বিশ্বম্ভরপুর-সুনামগঞ্জ সড়কে যোগাযোগ-বিচ্ছিন্ন রয়েছে।

উপজেলার সাতটি ইউনিয়নের নিম্নাঞ্চলের পরিস্থিতির অবনতি হচ্ছে। হাওরবেষ্টিত গ্রামে পাহাড়ি ঢলের পানি ঢুকে পড়েছে।

স্থানীয়রা জানান, হাওরপ্রধান নদীর পানি বেড়ে যাওয়ায় সীমান্ত ও উঁচু এলাকাও পানিতে তলিয়ে যাচ্ছে। ইরি ও বোরো ধান, বাদামের গাছ পানিতে তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি হয়েছে। নষ্ট হচ্ছে মৌসুমী সবজি। ধান কাটতে পারেননি অনেকেই।

বালিজুড়ী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আজাদ হোসাইন জানান, রাস্তাঘাট ডুবে গেছে। চলাচল করতে কষ্ট হচ্ছে।

দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান আলী আহমদ মোরাদ বলেন, তার এলাকার দিন মজুররা ঢলের পানির কারণে ব্যাপক দুর্ভোগে পড়েছেন।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা হাসান উদ দোলা বলেন, ‘আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি। এখন পর্যন্ত ৭০ হেক্টর জমির ইরি ও বোরো ধানের ক্ষতি হয়েছে। ৫০ হেক্টর জমির বাদাম গাছ পানিতে তলিয়ে গেছে।’

তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রায়হান কবির বলেন, ‘সহায়তার জন্য ক্ষতিগ্রস্তদের তালিকা করা হচ্ছে।’

 

এ জাতীয় আরও খবর