শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

মরিপোলে কারখানায় আটকে পড়া ইউক্রেনীয় সেনাদের সরিয়ে নেওয়া হয়েছে

news-image

অনলাইন ডেস্ক : অবরুদ্ধ মরিপোলের আজভস্তাল স্টিল কারখানায় দুই মাসের বেশি সময় ধরে আটকে থাকা কয়েকশ যোদ্ধাকে সরিয়ে নেওয়া হয়েছে বলে নিশ্চিত করেছে ইউক্রেন। দেশটির উপ-প্রতিরক্ষামন্ত্রী হান্না মালিয়ার জানিয়েছেন, গুরুতর আহত ৫৩ সেনাকে রুশ সমর্থিত বিদ্রোহীদের নিয়ন্ত্রিত নোভোয়াজোভস্ক শহরে নিয়ে যাওয়া হয়েছে।

তিনি জানান, আরও ২১১ সেনাকে মানবিক করিডোর ব্যবহার করে আরেক বিদ্রোহী নিয়ন্ত্রিত শহর ওলেনিভকায় নেওয়া হয়েছে। খবর বিবিসির।

এর আগে আহত সেনাদের সরিয়ে নেওয়ার বিষয়ে একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানায় রাশিয়া। আটকে থাকা সেনাদের বহনকারী বেশ কয়েকটি বাসকে সোমবার সন্ধ্যায় আজভস্তালের বিশাল শিল্প কারখানা এলাকা ছেড়ে যেতে দেখা যায় বলে নিশ্চিত করেছে পশ্চিমা সংবাদমাধ্যমগুলো।

অন্যদিকে, রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমেও ভিডিও ফুটেজ দেখিয়ে বলেছে- আহত ইউক্রেনীয় সেনাদের সরে যেতে দেওয়া হয়েছে।

ইউক্রেনের উপ-প্রতিরক্ষামন্ত্রী জানান, এই সেনাদের বিনিময়ে আটক থাকা রুশ সেনাদের মুক্তি দেওয়া হবে।

এদিকে, এক ভিডিও বার্তায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানান, সরিয়ে নেওয়ার এ অভিযানে ইউক্রেনীয় সেনাবাহিনী, গোয়েন্দা এবং আলোচক দলের পাশাপাশি রেডক্রস এবং জাতিসংঘের প্রতিনিধিরাও যুক্ত ছিলেন।

জেলেনস্কি বলেন, ‘ইউক্রেনের তার বীরদের জীবিত প্রয়োজন।’

গত মার্চের শুরুতে অগ্রবর্তী রুশ বাহিনী দক্ষিণাঞ্চলের বন্দরনগরী মরিপোল ঘিরে ফেললে শত শত ইউক্রেনীয় সেনা-আজভ রেজিমেন্ট, ন্যাশনাল গার্ড, পুলিশ এবং আঞ্চলিক প্রতিরক্ষা ইউনিটের পাশাপাশি বেশ কিছু বেসামরিক মানুষ ওই স্টিল কারখানায় আশ্রয় নেয়।