বুধবার, ৮ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৫শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রমজানে ব্যাংক লেনদেন সাড়ে ৯টা-২.৩০

news-image

আসন্ন রমজান মাসে ব্যাংক কোম্পানির অফিস ও লেনদেনের সময় নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার(১০ জুন’২০১৫) নতুন এ সময় নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন শাখার উপ মহাব্যবস্থাপক মো. ইব্রাহিম ভুইয়ার সই করা এ সংক্রান্ত পত্রে বলা হয়, পবিত্র রমজান মাসে রোববার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ব্যাংক অফিস খোলা থাকবে। তবে লেনদেন চলবে সাড়ে ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত।

রমজান মাস শেষ হওয়ার পর ব্যাংকের অফিস ও লেনদেনের সময়সূচি আগের অবস্থায় ফিরে যাবে বলেও এতে উল্লেখ করা হয়েছে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৯ জুন রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে।