শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ঘরোয়া উপায়ে খুব সহজে উকুন থেকে মুক্তি

news-image

নিউজ ডেস্ক : উকুন এমন একটি পরজীবী জীব যা মানুষের মাথায় বাস করে অস্বস্তিকর অবস্থার সৃষ্টি করে। যার ফলে মাথায় অতিরিক্ত চুলকানি হয় এবং মাঝে মাঝে ঘা হয়ে যায়। কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলেই আমরা খুব সহজে মুক্তি পেতে পারি উকুন থেকে।

এর জন্য যা লাগবে-

১. নারকেল তেল- ৬ টেবিল চামচ

২.লেবু-২টি ছোট সাইজের

-প্রথমে চুলের জট ছাড়িয়ে নিন।

-একটি পাত্রে তেল নিয়ে তাতে ২টি লেবুর রস দিয়ে মিসিয়ে নিন।

-তেল চুলে লাগিয়ে ১ঘণ্টা অপেক্ষা করুন

-ঘন দাত ওয়ালা চিরুনি দিয়ে চুল আঁচড়িয়ে নিন। এতে অনেক উকুন বের হয়ে আসবে।

-আরও ১ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
-এভাবে পর পর ৪ সপ্তাহ ১দিন করে করুন। উকুন থেকে রেহাই পাওয়া যাবে।