শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

রাশিয়া হামলার পর প্রথম ম্যাচে নেমেই ইউক্রেনের জয়

news-image

স্পোর্টস ডেস্ক : ইউক্রেনে রাশিয়া হামলার পর টালমাটাল দেশটির পরিস্থিতি। সকল অবকাঠামোর পাশাপাশি ইউক্রেনের ক্রীড়া ক্ষেত্রেও ধস নেমেছে। ইতোমধ্যে দেশটির লিগের ইতি ঘটেছে। এমনকি তাদের জাতীয় দলের ভবিষ্যতও শঙ্কায় পড়েছে।

তবে অবশেষে মাঠে নেমেছে ইউক্রেন জাতীয় ফুটবল দল। আর রাশিয়া আক্রমণের পর এই প্রথম মাঠে নেমেই জয় তুলে নিয়েছেন দেশটির ফুটবলাররা। বিশ্বকাপ বাছাইপর্বে ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে এক প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল দলটিল। জার্মান ক্লাব বুরুশিয়া মনশেনগ্লাডবাখের বিপক্ষে এই ম্যাচে ২-১ গোলে জিতে নেয় ইউক্রেন।

এই ম্যাচ থেকে প্রাপ্ত আয় অনুদান হিসেবে ইউক্রেনের চ্যারিটিতে দেওয়া হবে। যেখানে আগামী সপ্তাহে আরেকটি প্রীতি ম্যাচে ইতালির সিরিআ দল এম্পোলির বিপক্ষে লড়বে ইউক্রেন।

এর আগে সর্বশেষ গত নভেম্বরে বসনিয়া এন্ড হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জিতে ইউক্রেন। আগামী ১ জুন দেশটি প্লে-অফের সেমিফাইনালে স্কটল্যান্ডের বিপক্ষে লড়বে। সেমি জিতলেই ইউক্রেন কাতার বিশ্বকাপে যাওয়ার লড়াইয়ে ওয়েলসের বিপক্ষে মাঠে নামবে।