শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

জাল সনদে নাদিম সিলগালা, ও পর্নোগ্রাফিতে মোল্লার জরিমানা

Crime-150x150জাল সনদ তৈরির অভিযোগে শহরের মৌড়াইল এলাকায় ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পশ্চিম পার্শ্বস্থ নাদিম ফটোষ্ট্যাট দোকানটি সিলগালা ও পর্নোগ্রাফি ভিডিও বিক্রয়ের দায়ে পাশের মোল্লা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া সেন্টারেকে জরিমানাসহ কারাদন্ডাদেশ দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত এ রায়গুলো প্রধান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারি নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাজমুল আহসান বলেন, নাদিম ফটোষ্ট্যাটকে জাল দলিল ও সনদ তৈরির অভিযোগে ত্রিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেয়া হবে। এছাড়া ওই দোকানটি সিলগালা করে দেওয়া হয়েছে যোগ করেন তিনি। ভবিষ্যতে এমন অপরাধ করবে না মর্মে দোকান মালিক মুচলেকা দিলে ওই দোকানের সিলগালা খুলে দেওয়া হবে বলেও জানান তিনি। অন্য দিকে, পর্নোগ্রাফির ভিডিও থাকার অপরাধে মোল্লা অনলাইন এন্ড মাল্টিমিডিয়া সেন্টারের একটি কম্পিউটারের হার্ড ডিস্ক জব্দ করা হয়েছে। এছাড়া ওই দোকান মালিককে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।