বুধবার, ১লা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ১৮ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আ.লীগের প্রতিরোধে’ ঈদে বাড়ি যাচ্ছেন না বিএনপি নেতা স্বপন

news-image

‘নিজস্ব প্রতিবেদক : বরিশালের গৌরনদীতে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাধার মুখে এবারের ঈদে বিএনপি নেতা এম জহির উদ্দিন স্বপন গ্রামের বাড়িতে যেতে পারছেন না বলে অভিযোগ উঠেছে।

গতকাল রোববার রাতে উপজেলার সরিকল বাজারে উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের কয়েক শ নেতাকর্মী সমাবেশ করে তাকে প্রতিরোধের ঘোষণা দেন। এরপর সংঘর্ষ এড়াতে তিনি গ্রামে যাওয়ার কর্মসূচি বাতিল করেন।

বরিশাল-১ আসনের সাবেক সাংসদ ও বিএনপি কেন্দ্রীয় কমিটির সাবেক তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক এম জহির উদ্দিন স্বপন বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আজ সোমবার বাড়িতে যাওয়ার কথা ছিল। ঈদের দিন নিজ গ্রাম সরিকলে ঈদের নামাজ আদায় করে বাবার কবর জিয়ারত করে ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় শেষে বরিশাল ফেরার কথা ছিল। কিন্তু গতকাল রাতে সরিকল বাজারে আওয়ামী লীগের কয়েক শ নেতাকর্মী মহড়া দিয়ে তাকে গ্রামে যাতে বাধা ও প্রতিরোধের কর্মসূচি গ্রহণ করেছেন। তাই সহিংসতা এড়াতে তিনি বাড়িতে যাওয়ার কর্মসূচি বাতিল করেছেন।

সরিকল ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাহাঙ্গীর হোসেন মৃধা ক্ষোভ প্রকাশ করে বলেন, মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব ঈদুল ফিতর উদযাপন করতে আমাদের নেতাকে বাড়িতে আসতে বাধা দেয়া হয়। সন্ত্রাসী দিয়ে বিএনপির নেতাকর্মীসহ জনমনে আতংক সৃষ্টি করা এটা কোনো রাজনৈতিক দলের আচরণ হতে পারে না।

অভিযোগের বিষয়ে জানতে গৌরনদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মো. হারিছুর রহমানের মুঠোফোনে কল করলে তা বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আফজাল হোসেন বলেন, ‘এ সম্পর্কে কেউ আমাকে কিছু অবহিত করেনি। মহড়া ও সমাবেশ হয়েছে কি না আমার জানা নেই।’

 

এ জাতীয় আরও খবর

দেশের উন্নয়ন-অগ্রগতিতে ইউরোপীয় ইউনিয়নের ভূমিকা গুরুত্বপূর্ণ : ব্রাসেলসে পররাষ্ট্রমন্ত্রী

শুক্রবারও ক্লাস চালু রাখার সিদ্ধান্ত আসতে পারে : শিক্ষামন্ত্রী

জায়েদ খানের ওপর ক্ষোভ ঝাড়লেন সাকিব

হবিগঞ্জে হত্যা মামলায় ৭ জনের মৃত্যুদণ্ড

চাঁদা না দেওয়ায় মুক্তিযোদ্ধাকে বেধড়ক পেটালেন আ.লীগ নেতার ভাগনে

অতিরিক্ত তাপমাত্রায় বেঁকে গেল রেললাইন

উপজেলা নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের সুযোগ নেই : ইসি আলমগীর

এই গরমে খাদ্যে বিষক্রিয়া হলে করণীয়

ভারতীয় দলে সানজু, বাদ কেএল রাহুল

ব্যারিস্টার খোকনকে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম থেকে বহিষ্কারাদেশ প্রত্যাহার

গরমের সঙ্গে বেড়েছে কলেরা রোগী

হিট স্ট্রোক: সাত দিনে ১০ জনের মৃত্যু