শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আশুগঞ্জে নৌ-পথে ডাকাতি বন্ধের দাবীতে অনিদিষ্টকালের নৌ ধর্মঘট শুরু

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের মেঘনা নদীতে ডাকাতি বন্ধের দাবীতে আজ রোববার ভোর থেকে অনির্দিষ্টকালের নৌ-ধর্মঘট শুরু করেছে নৌযান ফেডারেশন। ফলে সকাল থেকেই আশুগঞ্জ থেকে নৌযান চলাচল এবং পন্য উঠানামা বন্ধ রয়েছে।
নৌ-শ্রমিক সূত্রে জানা যায়, ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জের মেঘনা নদীতে হাজি ইমান আলী নামের  একটি জাহাজে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। এই ঘটনায় আশুগঞ্জ থানায় অভিযোগ দেয়া হলেও পুলিশ মামলা রেকর্ড করেনি এবং কাউকে গ্রেপ্তার করেনি। এরই প্রতিবাদে আশুগঞ্জ নৌযান শ্রমিক ফেডারেশনের ডাকে আজ রোববার ভোর থেকে অনিদিষ্টকালের ধর্মঘট শুরু হয়। এতে করে ভোর থেকে কোন কার্গো জাহাজ আশুগঞ্জ নৌ-বন্দর থেকে ছেড়ে যায়নি। ফলে বন্ধ রয়েছে আশুগঞ্জ বন্দরে সার, রড, সিমেন্ট ও পাথরবাহী দেড় শতাধিক কার্গো জাহাজ।
হাজী ইমান আলী জাহাজের মাষ্টার মাসুদ জানান, গত ৫ জুন সন্ধ্যায় আশুগঞ্জ সারকারখানা ঘাটে একদল সশস্ত্র ডাকাত  জাহাজে উঠে শ্রমিকদের মারধর করে জাহাজ থেকে  ২শ লিটার তেল, ৯টি মোবাইল এবং নগদ ১৫ হাজার টাকা নিয়ে যায়। এ ব্যাপারে  আশুগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাফর মামলা না নিয়ে আমাদেরকে ফেরত পাঠিয়ে দেন। তিনি জানান ডাকাতির ঘটনায় জড়িতদের গ্রেপ্তার না করা পর্যন্ত তাদের ধর্মঘট চলবে। তবে থানার ওসি বলেছেন তদন্ত করে মামলা নেয়া হবে।