রবিবার, ২৮শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত

news-image

মহিছউজ্জামান কাজল : বর্ণাঢ্য আয়োজনে ব্রাহ্মণবাড়িয়ায় দৈনিক যায়যায়দিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। নবম বর্ষ পূর্তি ও ১০ম বর্ষে পদার্পন উপলক্ষে শনিবার সকাল ১০টায় প্রেসক্লাব মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রেসক্লাব সভাপতি সৈয়দ মিজানুর রেজার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া পৌর সভার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার।
অনুষ্ঠান উদ্বোধন করেন জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগ ও জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি মোঃ হেলাল উদ্দিন, আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সোপানুল ইসলাম, বিজয়নগর উপজেলা আওয়ামীলীগের সভাপতি জহিরুল ইসলাম ভূইয়া, জেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম ও সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত।
8888বক্তব্য রাখেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন জামি, সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, চ্যানেল আই’র জেলা প্রতিনিধি মনজুরুল আলম, সমকালের নিজস্ব প্রতিবেদক  আবদুন নূর, প্রেসক্লাবের সহ-সভাপতি আল-আমীন শাহীন ও জেলা ওয়ার্কার্স পার্টির সম্পাদক মন্ডলীর সদস্য কমরেড নজরুল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেজেডি ফ্রেন্ডস ফোরামের আহবায়ক মিনহাজ নবী খান পলাশ। সভা পরিচালনা করেন প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোঃ আকরাম।
সভায় উপস্থিত ছিলেন, প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি স.ম. সিরাজুল ইসলাম, আ.ফ.ম কাউছার এমরান,  শেখ শহিদুল ইসলাম. সাবেক সাধারণ সম্পাদক মোঃ সাদেকুর রহমান, জেলা কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক কমরেড মতিলাল বনিক, দৈনিক করুলিয়ার সম্পাদক ইব্রাহিম খান সাদাত, দৈনিক আমাদের সময়ের জেলা প্রতিনিধি দীপক চৌধুরী বাপ্পী, দৈনিক কালের কন্ঠের জেলা প্রতিনিধি বিশ্বজিত পাল বাবুু, সময় টিভির ব্যুরো চীফ উজ্জ্বল চক্রবর্তী, মোহনা টিভির জেলা প্রতিনিধি নজরুল ইসলাম শাহাজাদা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি মোশাররফ হোসেন বেলাল, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি শাহাদাত হোসেন, আরটিভির জেলা প্রতিনিধি মোঃ পায়েল, জিটিভির জেলা প্রতিনিধি জহির রায়হান, দৈনিক পত্রিকার জেলা প্রতিনিধি মোঃ এনামুল হক, দৈনিক জনতার জেলা প্রতিনিধি মোঃ তফাজ্জল হোসেন, চ্যানেল নাইনের জেলা প্রতিনিধি আল-মামুন, বিজয়নগর প্রেসক্লাবের সভপতি আমিরজাদা চৌধুরী, সাংবাদিক শাহজাহান আলম সাজু, শফিকুল আলম স্বপন ও জেলা ওয়ার্কার্স পার্টির নেতা অ্যাডভোকেট নাসির মিয়া, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রাকিব আহমেদ সোহেল, শহর যুবলীগের যুগ্ম আহবায়ক আল-আমিন সওদাগর প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার বলেন, বর্তমান সরকারের আমলে মিডিয়া খুবই শক্তিশালী। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে যায়যায়দিন দেশের জন্য কাজ করছে।
উদ্বোধনী বক্তব্যে পৌর মেয়র মোঃ হেলাল উদ্দিন বলেন, যায়যায়দিন অপসাংবাদিকতা করেনা। বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে পত্রিকাটি পাঠকের মন জয় করেছে।
আলোচনা সভা শেষে প্রধান অতিথি ও উদ্বোধক প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন। আলোচনা সভায় বিভিন্ন কলেজের শিক্ষার্থী, শিক্ষক, সাংবাদিক, পত্রিকার এজেন্ট, জেজেডি ফ্রেন্ডস ফোরামের সদস্যগন সহ সমাজের সর্বস্তরের লোকজন উপস্থিত ছিলেন।
 

 

এ জাতীয় আরও খবর

টানা পাঁচ দফায় কমলো সোনার দাম

কিশোর গ্যাং দমনে কঠোর হতে বলল সংসদীয় কমিটি

ঢাকা-রাজশাহীসহ ৫ জেলার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ

শিক্ষাপ্রতিষ্ঠান কোথায় কখন বন্ধ থাকবে জানালেন মন্ত্রী

ইসরায়েলবিরোধী বিক্ষোভ থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী গ্রেপ্তার

জ্যোতির ফিফটির পরও হারল বাংলাদেশ

আইনগত সহায়তা দরিদ্র-অসহায় নাগরিকের অধিকার: আইনমন্ত্রী

শিম্পাঞ্জির সঙ্গে ছবি তুলে কটাক্ষের শিকার নুসরাত

সম্ভাব্য গ্রেপ্তারি পরোয়ানা নিয়ে প্রচণ্ড চাপে নেতানিয়াহু

বাংলাদেশকে ১৪৬ রানের লক্ষ্য দিলো ভারত

দুর্নীতির সরকার ক্ষমতায় থাকলে জনগণের সব বিক্রি করে দেবে : রিজভী