শুক্রবার, ১০ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২৭শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন খোলা থাকবে ঢাকার নিউমার্কেট

news-image

ক্যাম্পাস প্রতিবেদক : চাঁদ রাত পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত রাজধানীর নিউমার্কেট খোলা থাকবে। জুয়েলারির দোকান রাত ৮টায় বন্ধ হয়ে যাবে। তবে জামা, জুতাসহ অন্যান্য সব পণ্যের দোকান খোলা থাকবে।

বুধবার (৬ এপ্রিল) সন্ধ্যায় জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেন নিউমার্কেট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।

তিনি বলেন, আমাদের ব্যবসায়ীদের সামগ্রিক অবস্থা ভালো না। করোনাকালীন ও পরবর্তীসময়ে অনেক ব্যবসায়ী আসল পুঁজি খেয়ে ফেলেছেন। পহেলা বৈশাখকে কেন্দ্র করে ভালো বিক্রির আশা করছি। রমজান মাস, ঈদ ও ঈদের পর বিয়ের অনেক অনুষ্ঠানকে কেন্দ্র করে শাড়ি, কাপড়, গয়না এগুলোর একটা ভালো ব্যবসার আশা করা যাচ্ছে। এ সপ্তাহে চাকরিজীবীদের বেতন পাওয়া শুরু হবে। আশা করছি ২০ রোজা থেকে ব্যবসা-বাণিজ্য ভালো হবে।
মার্কেটের ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার বিষয়ে ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি বলেন, আমাদের এখানে সিসিটিভি ক্যামেরা ও নিজেদের নিরাপত্তারক্ষী আছে। এছাড়া থানায় মিটিং হয়েছিল। এই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

তিনি বলেন, এ বছরের ডিসেম্বর পর্যন্ত ব্যবসায়ীরা যদি ভালো কেনাবেচা করতে পারে, তাহলে করোনার ক্ষতি কাটিয়ে তারা ঘুরে দাঁড়াতে পারবে।

এর আগে সপ্তাহে মঙ্গলবার নিউমার্কেট বন্ধ থাকতো। ব্যবসায়ী মালিক সমিতির নতুন সিদ্ধান্তের ফলে ঈদের আগে প্রতিদিনই খোলা থাকবে।

 

এ জাতীয় আরও খবর

২১ মে ফিলিস্তিনকে রাষ্ট্রের স্বীকৃতি দিতে পারে ইউরোপের চার দেশ

রপ্তানিকারকদের আয় ৩০ শতাংশ বেড়েছে : বাণিজ্য প্রতিমন্ত্রী

৬ জুন বাজেট ঘোষণা

৪৬তম বিসিএস প্রিলির ফল প্রকাশ, উত্তীর্ণ ১০,৬৩৮

অস্বস্তি কাটাতে এবং সম্পর্ক এগিয়ে নিতে আসছেন লু : পররাষ্ট্রসচিব

রাষ্ট্রায়ত্ত কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনার নির্দেশ প্রধানমন্ত্রীর

নয়াপল্টনে বিএনপির সমাবেশ কাল

যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে বিএনপির বৈঠক

অধিকাংশ অভিযোগই স্বীকার করেছে মিল্টন : ডিবি প্রধান

শুক্রবার নয়াপল্টনে সমাবেশের অনুমতি পাচ্ছে বিএনপি

প্রথম হজ ফ্লাইটে ঢাকা ছাড়লেন ৪১৩ হজযাত্রী

তিস্তা প্রকল্পে অর্থায়ন করতে চায় ভারত : পররাষ্ট্রমন্ত্রী