শুক্রবার, ৩রা মে, ২০২৪ খ্রিস্টাব্দ ২০শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পূবর্বিরোধের জের ধরে দু’পক্ষের সংর্ঘষে ২০ জন আহত

news-image
তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পূর্ববিরোধের জের ধরে দু’দল গ্রামবাসীর সংঘর্ষে পুলিশসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলার চরচারতলা এলাকায় এই সংঘর্ষ শুরু হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিকসহ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, চরচারতলা এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে দু’গোষ্ঠীর লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার সকালে দুই গ্রুপের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে নেমে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের ছোরা ইট-পাকটেলে ৩/৪  জন আহত হয়।
সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। সংঘর্ষ চলাকালে হামলাকারীদের ঢিলের আঘাতে ৩/৪ জন পুলিশ আহত হয়েছেন। এ ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। বর্তমানে  পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।